নির্বাচন কমিশনে জমছে অভিযোগের পাহাড় , শুধুমাত্র রায়গঞ্জে জমা পড়ল প্রায় দেড় শতাধিক
Raiganj Lok Sabha constituency has received the most complaints till nine in the morning

The Truth of Bengal: সকাল থেকে রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন শুরু হয়েছে। রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং এই তিনটি লোকসভা কেন্দ্রের একাধিক বুথ থেকে উঠে এসেছে বিভিন্ন অভিযোগ। সকাল ন’টা পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে সকাল ন’টা পর্যন্ত শুধুমাত্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ১১৮টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগে নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে মোট অভিযোগ জমা পড়েছে ৯০টি। সবচেয়ে কম অভিযোগ জমা পড়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। সকাল ন’টা পর্যন্ত দার্জিলিং এ অভিযোগের সংখ্যা ৩৩ টি। অভিযোগের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর।
- রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে
- সকাল থেকে বিভিন্ন বুথ থেকে উঠে এসেছে একাধিক অভিযোগ
- সকাল ন’টা পর্যন্ত কমিশনে জমা পড়েছে ২৪১ টি অভিযোগ
- সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে
- দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ৩৩ টি
- এই কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ১১৮ টি
বালুরঘাটে জমা পড়েছে মোট ৯০ টি অভিযোগ
অভিযোগ পাওয়ার পর পরই পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন
রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকে বিভিন্ন বুথ থেকে উঠে এসেছে একাধিক অভিযোগ। সকাল ন’টা পর্যন্ত কমিশনে জমা পড়েছে ২৪১ টি অভিযোগ। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ৩৩ টি। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ১১৮ টি বালুরঘাটে জমা পড়েছে মোট ৯০ টি অভিযোগ। অভিযোগ পাওয়ার পর পরই পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম এক ঘন্টা তেই সাতটি অভিযোগ জমা দেয়া হয়েছে বলে তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত জানিয়েছেন। তার মধ্যে অধিকাংশ অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
পাশাপাশি ইভিএম সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনের তিনটি পোর্টালে অভিযোগ জমা পড়ে। তার মধ্যে রয়েছে এনজিআরএস, সি ভিজিল ও সি এম এস। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শুধুমাত্র এন জি আর এস পোর্টালে অভিযোগের সংখ্যা ১০৩টি। অন্যদিকে সিভিজিলে ১১ টি ও সি এম এস এ চারটি অভিযোগ জমা পড়েছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এনজিআরএসএ জমা পড়েছে ৭৭ টি অভিযোগ। সিভিজিলে ছটি ও সি এম এস এ ৭ টি অভিযোগ জমা পড়েছে বালুরঘাটে। দার্জিলিং লোকসভায় এন জি আর এস এ ২১টি সিভিজিলে ছয়টি ও সি এম এস এ ছয়টি অভিযোগ জমা পড়েছে।