রাজ্যের খবর

বালি পাচার রুখতে পথে নেমে বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে শান্ত পরিস্থিতি

Protests take to the streets to stop sand smuggling, calm situation after police intervention

Truth of Bengal: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত রানীগঞ্জের তিরাট হাড়াভাঙ্গা অঞ্চলে সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা বালি বোঝাই ভারী যানবাহনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, বহুদিন ধরে একটি জরাজীর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিনই ভারী বালি বোঝাই ট্রাক চলাচল করছে, যা ব্রিজের স্থায়িত্বকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে।

স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অতিষ্ঠ হয়ে তারা এবার সরাসরি রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন। চমকপ্রদ বিষয় হল, এই বিক্ষোভে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাও অংশগ্রহণ করেন, এবং তারা দলের পতাকা নিয়ে বিক্ষোভে শামিল হন — যা স্পষ্টতই দলীয় অসন্তোষ ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার ইঙ্গিত দেয়।

বিক্ষোভকারীরা প্রথমে একটি মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান এবং এরপর পথ অবরোধ করেন। বেশ কয়েকটি বালি বোঝাই ট্রাককে ব্রিজের মুখেই আটকে দেওয়া হয়। এই ঘটনার জেরে চরম যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

স্থানীয়দের আরও অভিযোগ, এই ব্রিজটির ওপর দিয়ে অবৈধভাবে বালি পাচার হচ্ছে, এবং প্রশাসন চোখ বন্ধ করে রেখেছে। ভারী যানবাহনের কারণে রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে, এবং ব্রিজটি যে কোনও সময় ধ্বসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এই ঘটনায় স্পষ্ট যে, দীর্ঘদিনের অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ এবার ফেটে পড়েছে। প্রশাসন এখন কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার বিষয়। তবে এলাকাবাসীর হুঁশিয়ারি, এবার আর আশ্বাসে নয় — তারা চায় বাস্তব পদক্ষেপ।

Related Articles