রাজ্যের খবর

‘সমস্যা সমাধান-জনসংযোগ’,মানুষের মাঝে বসে সমস্যা সমাধান,দুয়ারে DM-SP

Problem Solving - Public Relations

The Truth of Bengal: আগে যে পরিষেবা পেতে মানুষের কালঘাম ছুটে যেত, এখন বাড়ির সামনেই অল্প সময়ের মধ্যেই সেই পরিষেবা পেয়ে যাচ্ছে রাজ্যবাসী। জনগণের সুবিধার্থে বিভিন্ন প্রকল্পের কাজ একত্রিত করে উপহার দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার শিবিরেই শেষ নয়। এবার শুরু হল ‘সমস্যা সমাধান-জনসংযোগ’। গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া পরিষেবা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মানুষের কাছে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা।

মাটিতে বসে সাধারণ মানুষের কথা শুনলেন জেলাশাসক ও পুলিশ সুপার। সমস্যার সমাধানের আশ্বাস দিলেন। এমন দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে। এই কর্মসূচিতে হাজির ছিলেন জেলাশাসক শামা পারভীন, অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা, পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গনপত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকদের মাটিতে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। সাধারণ মানুষকে একাধিক সরকারি প্রকল্পের সুবিধার কথা বলেন জেলাশাসক। সমস্যার সমাধানের আশ্বাস দেন।

‘সমস্যা সমাধান-জনসংযোগ’ কর্মসূচিতে জাতিভিত্তিক সংশাপত্র, বিশেষভাবে সক্ষমদের জন্য সংশাপত্র, পাট্টার আবেদনপত্র, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, মানবিক, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কৃষক বন্ধু, খাদ্যসাথী, মৎস্যজীবীজের নাম নথিভূক্তকরণ, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্তকরণ, পটশিল্পীদের নাম নথিভূক্তকরণ। এই প্রকল্পগুলি সম্পর্কিত যাবতীয় পরিষেবা মিলছে সরকারের এই নয়া উদ্যোগে। আর সেই সব প্রকল্প মানুষের দুয়ারে নিয়ে যাচ্ছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

Related Articles