রাজ্যের খবর

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু জেলায় জেলায়

Preparations for the Lok Sabha polls have started in districts

The Truth Of Bengal: ১ মার্চ, শনিবার নরেন্দ্র মোদী আরামবাগে জনসভা করে ২০২৪ সালের লোকসভা ভোটের নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেল। আর ২মার্চ দেখা গেলো হুগলি জেলা শাসকের অফিসে প্রশাসনের তৎপরতা। হুগলি জেলার পুলিশ আধিকারীকদের নিয়ে বৈঠক হয় গতিধারা মিটিং হলে। হুগলি গ্রামীন পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের সব থানার ওসি আইসি ও আধিকারীকরা উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, নির্বাচনে নিযুক্ত নোডাল অফিসার পুলিশ আধিকারীকদের নির্বাচনী আচরন বিধি বা এমসিসি সম্পর্কে ওয়াকিবহাল করান। নির্বাচন ঘোষনা হয়ে গেলেই পুলিশের কাজ বাড়বে। সেসময় কি করনীয় সে সম্পর্কে বিশদে জানানো হয়। নির্বাচনের সময় কি করা যাবে কি যাবেনা, স্পর্শ কাতর এলাকায় পুলিশি নজরদারী বাড়ানোর বিষয়ে অবগত করা হয়।

হুগলিতে প্রথম পর্যায়ে পাঁচ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসছে। আগামী দু এক দিনের মধ্যে বাহিনী এসে গেলেই তাদের নিয়ে এলাকায় টহল দেওয়া,নাকা চেকিং করার কথা জানানো হয় আধিকারীকদের।

FREE ACCESS

Related Articles