রাজ্যের খবর

রাজ্যের ৩টি নতুন মেডিক্যাল কলেজ, নবরূপে কাজ শুরু প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজের

Prafullachandra Sen Medical College has started its work as a new form

The Truth of Bengal: ২০২২ সালের ১৬ নভেম্বর আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল পথ চলা শুরু করে। ২০জন শিক্ষক-চিকিৎসক ও ৮৩জন পড়ুয়া নিয়ে পঠনপাঠন শুরু হয়। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের পঠনপাঠনের ভার্চুয়াল উদ্বোধন করেন। কনফারেন্স হলে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তি, চিকিৎসক ও পড়ুয়ারা করতালি দিয়ে স্বাগত জানান।প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনকে শ্রদ্ধা জানিয়ে এই মেডিক্যাল কলেজের পথচলা শুরু করে। রাজ্যে ২৩টি মেডিক্যাল কলেজ এতদিন চালু ছিল।

  • আরও ৩টি মেডিক্যাল কলেজ যুক্ত হল স্বাস্থ্য মানচিত্রে
  • নবরূপে কাজ শুরু  প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজের
  • আরামবাগে ১০০আসন বিশিষ্ট নতুন মেডিক্যাল কলেজ
  • অ্যাকাডেমিক বিল্ডিং সহ  ১০ তলার সুসজ্জিত হাসপাতাল
  • জুনিয়র ডাক্তারদের চিকিত্সার কাজ সহজতর হবে

আরামবাগের মুমূর্ষ রোগীদের অতীতে হুগলির  পার্শ্ববর্তী জেলা বর্ধমান মেডিক্যাল কলেজ অথবা কলকাতার মেডিকেল কলেজ, বা পিজি হাসপাতালে রেফার করতে হতো, এখন থেকে এই আরামবাগ মেডিকেল কলেজ থেকেই অত্যাধুনিক চিকিৎসার সুযোগ পাবেন রোগীরা। এমবিবিএসের পড়ুয়া থেকে নার্স সবাই, এই নতুন মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  চিকিত্সা ব্যবস্থার উন্নতির পাশাপাশি মেডিক্যাল শিক্ষার মাণোন্নয়নে নজর দেওয়ায় সবমহলই তাতে খুশি বলা যায়। আরামবাগের এই মেডিক্যাল কলেজ থেকে হুগলির মতোই পূর্ব বর্ধমান,দুই মেদিনীপুর ও বাঁকুড়ার পড়ুয়ারা আগামীতে পড়াশোনার সুযোগ পাবেন বলে আশা করছেন চিকিত্সক থেকে মেডিক্যালের পড়ুয়া সকলেই।

Related Articles