রাজনীতিরাজ্যের খবর
Trending

বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, দুর্নীতিগ্রস্ত বলে দাবি তুলে প্রশ্ন…

Poster against BJP district president Dhruv Saha in Siuri town of Birbhum

The Truth Of Bengal:  আবারও বিজেপির অন্তর্দ্বন্দ প্রকাশ্যে। এবার শুভেন্দু অধিকারীর সভার আগে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল।  বীরভূমের সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় সোমবার সাত সকালে দেখা যায় বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার পড়েছে।

যে পোস্টারে তাকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করা হয়েছে এবং প্রশ্ন তোলা হয়েছে কেন তার বিরুদ্ধে তদন্ত হবে না? গত কয়েক মাস ধরেই বিজেপি নেতাদের একাংশের কাছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা চক্ষুশূল হয়ে উঠেছেন। একাধিক নেতাকর্মীরা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার প্রকাশ্যে বিক্ষোভও লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার পড়তেও দেখা গিয়েছে। এ

সবের পর এবার এই পোস্টার কাণ্ড এসে পৌঁছালো বীরভূমের সদর শহর সিউড়িতে।

Free Access

Related Articles