রাজ্যের খবর

বোলপুর লোকসভায় ডামাডোল বাড়ছে বিজেপির, প্রিয়া সাহা হঠাওয়ের ডাক

Poster against BJP candidate Priya Saha

The Truth of Bengal: নানুরের কীর্ণাহারে বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়ায় চাঞ্চল্য।তিনি এবার বোলপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন।পোস্টারে বার্তা দেওয়া হয়েছে, প্রিয়া সাহা হঠাও বিজেপি বাঁচাও।মহিলা প্রার্থীকে ঘিরে বিক্ষোভ,বিদ্রোহ চরমে উঠেছে।

বীরভূম জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল বাড়ছে।অনুপম হাজরা প্রথমেই বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।তৃণমূলের শক্ত ঘাঁটিতে কেন দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে তাই নিয়ে তিনি প্রশ্ন তোলেন।ভোট যত এগিয়ে আসছেন ততই চড়ছে প্রিয়া সাহা হঠাওয়ের ডাক।রাজ্য বিজেপি বীরভূমের ডামাডোল কাটাতে কার্যতঃ নাজেহাল।ঘরে –বাইরে বিদ্রোহের ঘনঘটা বাড়ায় বিরোধী শিবির বেশ ব্যাকফুটে।

তৃণমূল যখন কোর কমিটির মাধ্যমে সংগঠনের শাখা-প্রশাখাকে শক্তিশালী করছে তখন বিজেপির এই দৈনদশা কার্যতঃ তাঁদের অনেকটাই পিছনে ফেলে দেবে বলে ওয়াকিবহাল মহলের অভিমত।

Related Articles