রাজ্যের খবর

দোলের আবহে টোটোর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ পুলিশের

Police take strict action against Toto

Truth Of Bengal: দোল উৎসবকে কেন্দ্র করে উৎসব মুখরিত নবদ্বীপ। তারই আগে টোটোর দৌরাতো রুখতে কড়া পদক্ষেপ নিলো নবদ্বীপ থানা পুলিশ। পাঁচজনের বেশি টোটো চালক গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না শহরে, দোলের আগে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে নবদ্বীপ পুলিশের তরফে।

রাত পোহালেই দোল উৎসব । ইতিমধ্যে এই উৎসবকে কেন্দ্র করে নদীয়ার নবদ্বীপে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের। তারই মাঝে চলছে টোটো গাড়ির দৌরাত্ম। এবার শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশের তরফ থেকে নেওয়া হলো কড়া পদক্ষেপ।

বৃহস্পতিবার সকাল থেকেই নবদ্বীপের প্রাণকেন্দ্র পুরামাতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলিতে চলছে পুলিশের কড়া নজরদারি। পুলিশ সূত্রে খবর পাঁচজনের বেশি টোটো চালক গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না শহরে, যদি পুলিশের নির্দেশকে কেউ অমান্য করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ।

উল্লেখ্য গত কয়েকদিন ধরেই গোটা নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে দেশি-বিদেশি ভক্তদের ঢল নেমেছে। সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছে হাজার হাজার ভক্তরা। সেই কারণে সারা বছরের তুলনায় দোল উৎসবকে কেন্দ্র করে এক আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয় নবদ্বীপ শহর জুড়ে। মানুষের ভিড়ের মধ্যে বাড়েই চলেছে থাকে টোটো গাড়ি  চালকদের দৌরাত্ম্য। সেই কারণে টোটোর দৌরাত্ম্য রুখতে পুলিশের তরফ থেকে নেওয়া হলো এই পদক্ষেপ। স্বভাবতই পুলিশের এই পদক্ষেপে খুশি নবদ্বীপবাসী থেকে শুরু করে পর্যটকেরা।

Related Articles