রাজ্যের খবর

ঝাড়গ্রামে নিখোঁজ দুই নাবালিকাকে ছয় ঘন্টার মধ্যে উদ্ধার করলো পুলিশ

Police rescued two missing minors in Jhargram within six hours

Truth Of Bengal: অভিযোগ পাওয়ার ৬ ঘন্টার মধ্যে নিখোঁজ দুই নাবালিকা মেয়ে কে উদ্ধার করলো ঝাড়গ্রাম থানা তথা ঝাড়গ্রাম জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ ঝাড়গ্রাম শহর এলাকা থেকে ২ জন নাবালিকা মেয়ে, বাড়িতে অভিমান করে পরিবারের কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। দুই পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর দুই নাবালিকা মেয়ে কে খুঁজে না পেয়ে ঝাড়গ্রাম থানায় বৃহস্পতিবার রাএি ১০ নাগাদ নিখোঁজ এর অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর ঝাড়গ্রাম থানার আই সি’ র নেতৃত্বে তদন্তকারি অফিসার তদন্ত শুরু করে। শেষমেষ ঝাড়গ্রাম থানার পুলিশ ওই দুই নাবালিকার খোঁজ খবর নিতে বিভিন্ন জায়গায় সন্ধান চালায়। অত্যন্ত তৎপরতার সাথে অভিযোগের ৬ ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে ২ নাবালিকা মেয়ে কে উদ্ধার করে, এবং শুক্রবার শিশু কল্যান কমিটির মাধ্যমে তাদেরকে নির্দিষ্ট জায়গায় (সেফ হোমে ) পাঠানো হয়।এই ঘটনায় খুশি দুই নাবালিকার পরিবার।

দুই নাবালিকা কে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ ঝাড়গ্রাম জেলাবাসীর কাছে একটি বার্তা তুলে ধরেছেন, যে কোন ঘটনায় প্রশাসনকে সাধারণ মানুষ দায়ী করেন, কিন্তু প্রশাসন সব সময় তৎপর থাকলেও নিজেদেরকে আরো সচেতন করে তুলতে হবে, তবেই এই সমস্ত ঘটনা এড়ানো সম্ভব হবে। ঠিক সময়ে পুলিশের কাছে ওই দুই নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনা তাদের পারিবার জানানোর ফলে পুলিশ তদন্ত চালিয়ে তাদের দ্রুত উদ্ধার করেছে। নিখোঁজ দুই নাবালিকা মেয়েকে কাছে পেয়ে দুই নাবালিকার পরিবার ঝাড়গ্রাম থানা ও ঝাড়গ্রাম জেলা পুলিশ কে সাধুবাদ জানিয়েছেন।

Related Articles