ভোটের ডিউটি করতে এসে অস্বাভাবিক মৃত্যু পুলিশ কর্মীর, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ
Police officer's unusual death while doing voting duty, murder or suicide? Police investigating

The Truth Of Bengal : মালদা: লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচনের আগে ভোটের ডিউটি করতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণব নগর থানায় এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রাত পোহালেই লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচন। আর তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদা জেলার বৈষ্ণব নগর থানায় এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আনা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ওই পুলিশকর্মীর নাম নবীন মুক্তান বয়স আনুমানিক (৪৩) বছর। বাড়ি দার্জিলিং জেলার লামা রোড ওয়ার্ড নাম্বার ২২। সেইখান থেকে মালদার বৈষ্ণব নগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন। হঠাৎই গতকাল রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে। জরুরী বিভাগে ওই পুলিশ কর্মীকে চিকিৎসকেরা মৃতবলে বলে ঘোষণা করে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।