লোকসভা নির্বাচনের আগে বীরভূমে পুলিশের নাকা চেকিং
Police nose checking in Birbhum before Lok Sabha elections

Bangla Jago Desk , বীরভূমের , পার্থ দাস : লোকসভা নির্বাচনের আগে বীরভূম প্রশাসন বিভিন্নভাবে মানুষকে সুরক্ষিত রাখতে এবং সুষ্ঠু নির্বাচন করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন রাজ্য সরকার। কোথাও কেন্দ্র বাহিনী রুট মার্চের মাধ্যমে বা কোথাও আবার জাতীয় সড়কে অবৈধ কর্মকান্ডে যুক্ত ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ ।
পুলিশ প্রশাসন গাড়িচালকদের সচেতনতা করতেও টহল দিচ্ছে । তাছাড়া প্রতিরাতে বহু ছোট ও বড় গাড়ি সিউড়ির ওপর দিয়ে পারাপার হয় । আর সেই গাড়ি চালকেরা মদ্যপ অবস্থায় আছে কিনা তার নজরদারি চালাতে নাকা চেকিং শুরু করেছে পুলিশ প্রশাসন ।
এছাড়াও শাসকদল বারবার অভিযোগ করেছে নির্বাচন আসলে বীরভূম ঝাড়খন্ড যে বর্ডার সেই ঝাড়খন্ড বর্ডার থেকে দুষ্কর্ম ছড়াতে , এই রাজ্যে বহুত দুষ্কৃতী প্রবেশ করে। আর সেই অভিযোগের দিকে নজর দিয়েই এবার পুলিশ প্রশাসন এই নাকা চেকিংয়ের পদক্ষেপ নিয়েছেন।
Free Access