পোষ্যকে কেন্দ্র করে বচসা শান্তিপুরে, তদন্তে পুলিশ
Police investigate pet dispute in Santipur

Truth Of Bengal: বাড়ির পোষ্য বেড়ালকে কেন্দ্র করে বচসা। বচসাকে কেন্দ্র করেই সন্তানহারা জেঠিমার মাথা ফাটালো ভাইপো। শরিকানা বাড়ি থেকে জ্যাঠা-জেঠিমাকে উৎখাত করতে অত্যাচার করা হত নিয়মিত।
এর আগেও ২০১৯ সালে সম্পত্তির লোভে তাদের একমাত্র মেয়েকে মারধর করা হয়েছিল। এরপর অপমানে আত্মঘাতী হয় সে। তবে সে সময় লিখিত অভিযোগ না করার জন্য ভাইপোর সাহস আরো বেড়েছে বলেই মনে করছেন তারা। তবে এবারে ভাইপোর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন তারা।
ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মতিগঞ্জ সীতানাথ গোস্বামী লেনে। আক্রান্ত মহিলা রিঙ্কু নাগের অভিযোগ, সম্পত্তির লোভে বিগত দিনে তার দেওর বাচ্চু নাগ এবং দেওরের ছেলে পঙ্কজ নাগ তাদের ওপর বিভিন্নরকমভাবে অত্যাচার চালাত।
তবে, একমাত্র কন্যার মৃত্যুর পর অত্যাচার আরো বাড়তে শুরু করে। পোষ্য বিড়ালকে কেন্দ্র করে ওই দম্পতির ওপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর মহিলাকে বিবস্ত্র করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠছে ভাইপোর বিরুদ্ধে। ওই মহিলার স্বামী বাধা দিতে গেলে দেওর এবং তার ভাইপো ইট দিয়ে মহিলার মাথা ফাটিয়ে দেয়।
পরবর্তীতে, প্রতিবেশী ও অন্যান্য শরিকরা ঘটনাস্থলে এলে বাচ্চু নাগ এবং পঙ্কজ নাগ এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের তৎপরতায় শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয় ওই মহিলাকে। আক্রান্ত মহিলার মাথায় তিনটি সেলাই পড়ে। এরপর ওই মহিলা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে ওই দম্পতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে, শান্তিপুর থানার পুলিশ। ঘটনার জেরে প্রাণভয়ে রীতিমতো আতঙ্কিত ওই দম্পতি। তবে অভিযুক্তরা বাড়িতে না থাকার কারণে তাদের কোন প্রতিক্রিয়া মেলেনি।