রাজ্যের খবর

৭ জন যোদ্ধা নারীদের সংবর্ধনা দিয়ে তাদের জীবন যুদ্ধকে কুর্নিশ জানালেন পুলিশ জেলা

Police felicitates 7 women warriors and salutes their fight for life

Truth Of Bengal: বিশ্ব নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারী দিবস উদযাপন করলো নদিয়ার কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ। শনিবার দুপুরে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবনে আয়োজন করা হয় নারী দিবস উদযাপন অনুষ্ঠান।

শনিবার বিশ্ব নারী দিবস, রাজ্যের বিভিন্ন প্রান্তে কতই না লুকিয়ে রয়েছে নারীদের জীবন যুদ্ধের কাহিনী। সংসারের অনটন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে কতই না নারীদের। সেই সমস্ত যোদ্ধানারীদের বিশ্ব নারী দিবসে সম্মান এবং সংবর্ধনা জানাচ্ছেন প্রশাসন। ঠিক তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারী দিবস উদযাপন করলো নদীয়ার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট। শনিবার দুপুরে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবনে ধুমধাম এর সাথে আয়োজন করা হয় নারী দিবস উদযাপন অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের শীর্ষ ব্যক্তি বর্গরা। জীবন কাহিনী প্রসঙ্গে বিভিন্ন কলা কুশলীর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয় অনন্য চিত্র। সেই মঞ্চ থেকে বিশেষ করে সাত জন যোদ্ধা নারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

কেউ ফুচকা বিক্রি করে সংসার চালান তো কেউ আবার ধরেছেন গাড়ির স্টিয়ারিং। অন্যদিকে পুলিশকে খাকি উর্দি পরিয়ে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। সেই সমস্ত নারীদের জীবন কাহিনীর ব্যাখ্যা শুনে আজ প্রত্যেকে সম্মানিত করা হয়।

উল্লেখ্য বিষয় প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু ঘটনা ঘটে থাকে, কেউ ঘুরে দাঁড়াতে পারে কেউ মুখ থুবড়ে পড়ে। সমাজের কটুক্তি দরিদ্রতা এবং অসচ্ছলতার যন্ত্রণা কুরে কুরে খায় মানুষের জীবনকে। বিশেষ করে নারীদের সংগ্রাম অন্যতম। কারোর ভাগ্যে জোটে সচ্ছলতা, আবার ভাগ্য খারাপ হলে সমাজের লাঞ্ছনা গঞ্জনা সবকিছুই সহ্য করে এগিয়ে যেতে হয় নারীদের। নদীয়ার রানাঘাটের রমা পাল, শান্তিপুর ফুলিয়ার কৃষি পল্লীর দেবী রায়, এরা দেখিয়েছেন কিভাবে জীবন যুদ্ধ করতে হয়। দেবী রায় সংসারের হাল ধরতে ধরেছেন টোটো গাড়ির স্টিয়ারিং, বিয়ের পরও স্বামীকে আর্থিক সহযোগিতার জন্য টোটো গাড়ি চালিয়ে করেছেন এম এ পাস। রমা পাল দেহের ১২০ কেজি ওজন নিয়ে দর্জির কাজ শিখে এখন পুলিশকে পড়াচ্ছেন খাকি উর্দি। এই ধরনের কত নারীর জীবন যুদ্ধের ইতিকথা লুকিয়ে রয়েছে আনাচে-কানাচে, কিন্তু সমাজের কাছে এখনো নারীরা সুরক্ষিত নয়। যত দিন যাচ্ছে ততই ধর্ষণ নারী হত্যার মত নারকীয়তার শিকার হতে হচ্ছে নারীদের। তাই সমাজই একমাত্র পারে নারীদের সম্মান ফিরিয়ে দিতে এবং নারীদের সঠিক দিশা দেখাতে।

Related Articles