রাজ্যের খবর
Trending

মহিলাকে ধর্ষণ! অভিযোগ নিচ্ছে না পুলিশ, বিস্ফোরক বিপ্লব দেব

Police are not taking the complaint of rape of the woman, will give explosive revolution

The Truth Of Bengal: ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিস্ফোরক অভিযোগ করেন তিনি, কোচবিহারে এক মহিলাকে কুড়ি জন মিলে ধর্ষণ করেছে তারপরও মহিলার অভিযোগ গ্রহণ করছে না পুলিশ। নির্যাতিতা মহিলা সুবিচার না পাওয়ায় ঈশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন ঘটাবেন বলেই মন্তব্য করেন বিপ্লব দেব।

তিনি আরো অভিযোগ করেন এই ঘটনায় পুলিশ ওই মহিলার গোপন জবানবন্দী নেওয়ার ব্যবস্থা করেনি। যেখানে পুলিশের সত। স্বতঃপ্রণোদিত মামলা করার কথা। সেখানে পুলিশ নির্বাক। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় আক্রমণ করে বিপ্লব দেব বলেন, ‘মহিলা মুখ্যমন্ত্রীর জামানায় প্রতিবাদ করার লোক নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। বাংলার মতো মাটিকে উনি এভাবে কলঙ্কিত করছেন’।

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে বিপ্লব দেব আরও বলেন, ‘নির্লজ্জতার সীমা থাকে। সেটা পেরিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় যখন মানুষ অন্ধ হয়ে যায় তখন তার পতন হয়। উনি পতনের দিকে চলে গিয়েছেন। আর বেশি বাকি নেই। ওনার পতন হবে। তখন ওনার মনে হবে সময়ের থাকতে তিনি এগুলো করেননি। তাই তার পতন হয়েছে। বামেদের মতো হাল হবে ওদের। মহিলার উপর অত্যাচার হলে যদি কোন শাসক সুবিচার না দেন তার পতন ঘটানো স্বয়ং ঈশ্বর’।

Related Articles