রাজ্যের খবর

পর্যটনকেন্দ্রে হামলার ছক? আগ্নেয়াস্ত্র-সহ ধৃত কৌশিক রায়

Plot to attack tourist spot? Kaushik Roy caught with firearm

Truth of Bengal: মন্দারমণিতে পর্যটকদের ভিড়ে হঠাৎ করে চাঞ্চল্য ছড়ায় যখন জানা যায়, এক পর্যটককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম কৌশিক রায়, বয়স ৩২ বছর, মালদহ জেলার মোথাবাড়ি থানার রায়পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌশিক রায় দিন তিনেক আগে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসেন দিঘা। রবিবার তাঁরা দিঘা থেকে মন্দারমণিতে পৌঁছন এবং একটি হোটেলে ওঠেন। এর কিছুক্ষণের মধ্যেই গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে, যে কৌশিকের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে মন্দারমণি উপকূল থানার পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে। প্রথমে হোটেলে তল্লাশি চালানো হলেও তাঁকে সেখানেই পাওয়া যায়নি। পুলিশ তখন নজরদারি শুরু করে এবং দেখতে পায়, সৈকতের ধারেই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন কৌশিক। অবশেষে হোটেল থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে, যা পুলিশ বাজেয়াপ্ত করেছে।

পুলিশ জানিয়েছে, কৌশিকের পরিবারের সদস্যরা এই বিষয়ে কিছুই জানতেন না, তাই তাঁদের গ্রেফতার করা হয়নি। তবে কৌশিক আদৌ কোনও অসামাজিক কার্যকলাপে যুক্ত কি না, বা তাঁর এই আগ্নেয়াস্ত্র বহনের পিছনে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এমন এক জনপ্রিয় পর্যটনকেন্দ্রে আগ্নেয়াস্ত্র নিয়ে একজনের ঘোরাফেরা করায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। অনেকেরই মনে পড়ে যাচ্ছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কথা, যেখানে পর্যটন কেন্দ্রকে টার্গেট করা হয়েছিল।

মন্দারমণি উপকূল থানার ওসি অর্কদীপ হালদার জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত না জেনে কিছু বলা সম্ভব নয়।”

এই মুহূর্তে মোথাবাড়ি থানার সঙ্গে যোগাযোগ করে কৌশিক রায়ের অতীত ও সম্ভবত তার কোনও অপরাধমূলক সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে প্রশাসন এখন কড়া নজরে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছে।

Related Articles