পেট্রোল পাম্প কর্মীকে লক্ষ্য করে গুলি,আলিপুরদুয়ারে চাঞ্চল্য
Petrol pump employee shot at in Alipurduar

Truth Of Bengal: আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের চালতা তলা এলাকায় জাতীয় সড়ক ৩১ এর ধারে অবস্থিত একটি পেট্রোল পাম্পে চলল গুলি। তাতেই গুলিবিদ্ধ হলেন এক কর্মী। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনার রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
সুত্রের খবর অনুযায়ী, আক্রান্ত পাম্প কর্মীর নাম অজয় মণ্ডল। বাড়ি টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মজিদখানা এলাকায়। জানা গেছে, রাতে বাইকে করে দুষ্কৃতিরা এসে আচমকা পেট্রোল পাম্পে ঢুকে পড়ে। তখন সেখানে উপস্থিত ছিলেন অজয় বাবু। আচমকা দুষ্কৃতিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে। যদিও পাম্পটি তখন বন্ধ ছিল, এবং আশেপাশের দোকানপাট ও প্রতিবেশীরা কিভাবে এই ঘটনা ঘটল, সে বিষয়ে কিছু স্পষ্ট ভাবে বলতে পারছেন না। অনেকেই জানিয়েছেন, রাতে পাম্পে সাধারণত কেউ থাকে না। তাই কি কারণে এমন হামলা, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় অজয় বাবুকে দ্রুত শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। তাঁর পরিবার-পরিজনেরা তাঁর সঙ্গে রয়েছেন। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, কি উদ্যেশ্যে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি এলাকাতেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই হামলার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুষ্কৃতিদের খোঁজে তল্লাসি চলছে এবং দ্রুত তাঁদের গ্রেফতার করা হবে। এখন দেখার বিষয়, তদন্তে কি উঠে আসে এবং অজয় বাবুর ওপর এই আক্রমণের পেছনে কি কারণ রয়েছে।