রাজ্যের খবর

পান্ডুয়া বোমা বিস্ফোরণে নয়া মোড়! পুলিশি তদন্তে গ্রেফতার এক মহিলা

Pandua bomb blast new twist! A woman was arrested in the police investigation

The Truth Of Bengal, হুগলি ,রাকেশ চক্রবর্তীঃ হুগলির গ্রামীন পুলিশের ততপরতায় পান্ডুয়া বোমা বিস্ফোরণ ঘটনায় নয়া মোড় নিল। এদিন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার জানিয়েছেন যে ইতিমধ্যেই ঘটনায় আহত হওয়া এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। যে মহিলা পরিচয় তিনি অভিযোগকারীর প্রাক্তন স্ত্রী। ব্যক্তিগত শ্ত্রুতা এবং তাঁর জেরেই নেতাজি পল্লীতে বোমা রাখা হয়েছিল বলে সন্দেহ পুলিশের।

সেই ঘটনায় জানা গিয়েছিল যে বোমাকে বল ভেবে খেলতে যায় তিন কিশোর। এবং সেখানেই বিস্ফোরণে মৃত্যু হয় এক বালকের সঙ্গে আহত হন আরও দুজন। আহতদের মধ্যে এক কিশোরের অভিযোগের তীর ছুড়ছেন তাঁর প্রাক্তন স্ত্রী প্রতি। সুত্রের খবর তাঁর প্রাক্তন স্ত্রী বিহরের এক হাতুরে চিকিৎসকের সঙ্গে বিয়ে করেছেন। তবে নেতাজী পল্লীতে তার দোতলা বাড়ি তালা দেওয়া। তাছারাও মাস পাঁচেক আগে তারা বিহারে চলে যান। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তানকে দেখতে আসতেন সুকদেবের প্রক্তন স্ত্রী। এবং এও শোনা গেছে যে, গত পরশু দাঁতের চিকিৎসার জন্য পান্ডুয়া আসেন। আজ সকালে বোমা বিস্ফোরনের পর হাসপাতালেও যান ছেলেকে দেখতে।

তবে তার গ্রেফতারের ঘটনায় হতবাক প্রতিবেশিরা। মহিলার এক ভাড়াটে এবিষয়ে জানান যে, আজ ফোনে তার সঙ্গে কথা হলে জানায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বোমা রাখা বা বিস্ফোরনে কতটা হাত রয়েছে অভিযুক্তের তা বুঝে উঠতে পারছেন না মহিলার বাপের বাড়ির গ্রাম সবুজ পল্লীর বাসিন্দারা। তবে পুলিশ জানিয়েছেন যে আহত কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ আধিকারিকেরা। সঙ্গে এও জানা গিয়েছে যে মহিলার বর্তমান স্বামীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্য দিকে সিআইডি বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে তদন্তে সেখানে থেকে আরও দুটি বোমা উদ্ধার করেন তারা।

Related Articles