সুন্দরবনে চোরা শিকারিদের হাতেনাতে ধরলেন পঞ্চায়েতের উপপ্রধান
Panchayat deputy chief caught poachers red-handed in Sundarbans

The Truth Of Bengal : দক্ষিণ চব্বিশ পরগনা : বাবলু প্রামানিক : আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস সেই দিবসে সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে বিক্রি করছে চোরাকারবারি। হাতেনাতে ধরলেন আমতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।
জানা যায়, আজ বিশ্বব্যাপী ম্যানগ্রোভ দিবস সেই ম্যানগ্রোভকে রক্ষা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সুন্দরবনের উপর নজর দিয়েছিল এবং প্রায় পাঁচ কোটি গাছ লাগিয়েছিল সুন্দরবনের। অনেক ভয়ানক ঘূর্ণিঝড় রুখে দিয়েছিল এই ম্যানগ্রোভ। সেই সুন্দরবনে মাথা তুলে দাঁড়িয়ে ছিল ম্যানগ্রোভ।
আজ সকালে গোসোবা আমতলী গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর বুথে অভিযুক্ত তড়িৎ মন্ডল তার নেতৃত্বে তাপস বিশ্বাস, সুবাস বিশ্বাস প্রতিনিয়ত সেই সুন্দরবনের জঙ্গল থেকে ম্যানগ্রোভ কেটে বিক্রি করছিল ঠিক সেই সময় বাজারের মধ্যে বিক্রি করতে যায় ম্যানগ্রোভ। এরপর তাদের হাতেনাতে ধরে ফেলেন আমতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন মন্ডল। রঞ্জন বাবু বলেন, “এই ম্যান গ্রুপের জন্য সুন্দরবনবাসি টিকে রয়েছে। সেই ম্যানগ্রোভকে আমরা যদি দিনের পর দিন ধ্বংস করি তাহলে সুন্দরবন ধিরে ধিরে বিপদের মুখে চলে যাবে। আর এই কাজই আমরা করে চলেছি তাই ম্যানগ্রোভ কে রক্ষা করা সবার দায়িত্ব।