জাল পাসপোর্ট কাণ্ডে ধৃত পলাশ আসলে বাংলাদেশি, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Palash, arrested in fake passport case, is actually Bangladeshi, sensational information emerges

Truth of Bengal: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে গতকাল মঙ্গলবার গ্রেফতার হওয়া পলাশ বিশ্বাসের পরিচয় নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, পলাশ বিশ্বাস আসলে এই দেশের বাসিন্দা নন। তিনি বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন। পুলিশের কাছে যে নাম, ঠিকানা ও পরিচয় তিনি জানিয়েছিলেন, তা সম্পূর্ণ ভুয়ো।
জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত করতে গিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে অভিযান চালিয়ে পলাশ বিশ্বাসকে পাকড়াও করা হয়। ধারাবাহিক জেরার পর জানা যায়, তাঁর আসল নাম চয়ন বড়ুয়া। বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার হলদিয়া ফলং, কুটবাজার এলাকায়। চয়ন কক্সবাজারের আলম মডেল স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
তদন্তে জানা গেছে, ২০২১ সালের মাঝামাঝি তিনি অসমের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর আসল নাম ও পরিচয় গোপন রেখে দিল্লি, চেন্নাই এবং কলকাতার বিভিন্ন জায়গায় কাজ করেন। অবশেষে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে স্থায়ী হন।
তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, চয়ন বড়ুয়া নামে পরিচিত এই ব্যক্তি সুমন বড়ুয়া নামে আরেকজনের সঙ্গে ভারতে এসেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য উদ্ধার করার চেষ্টা চলছে। ইতিমধ্যে জানা গেছে, জাল পরিচয়পত্র ব্যবহার করে ৭৩ জন ব্যক্তি পাসপোর্ট তৈরি করেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই বিদেশে কাজের সূত্রে গিয়েছেন, আবার কেউ কেউ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন বলে অনুমান করছে পুলিশ।
তদন্তকারীরা জানান, ধৃত ব্যক্তি প্রথম থেকেই বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছিলেন। পাসপোর্টে উল্লেখিত ঠিকানা এবং অন্যান্য নথিপত্রের কোনও সত্যতা পাওয়া যায়নি। সেই কারণেই তাঁকে রাতেই গ্রেফতার করা হয়। তদন্ত এখনও জোরদার চলছে।