“জুন মালিয়ার হাত ধরে ওভারব্রিজ উদ্বোধন হবে বেলদায়”: বিধায়ক সূর্যকান্ত অট্ট
"Overbridge to be inaugurated in Belda by Jun Mallya's hand": MLA Suryakant Ott

The Truth Of Bengal : “২০২৪ এ জুন মালিয়ার হাত ধরে বেলদার ওভারব্রিজ উদ্বোধন হবে” বেলদাতে তৃণমূলের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান থেকে একথা জানালেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার বেলদাতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়ের পর নেতৃত্ব ও কর্মীদের সংম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ২০২৪ শে জুন মালিয়ার হাত ধরে বেলদার ওভারব্রিজ উদ্বোধন হবে।
এদিন তার বক্তব্য ” বেলদার ওভারব্রিজ ২০২৪ এর মধ্যে আমি শুরু করব। আমাদের প্রসেস অলরেডি শুরু হয়েছে। ২০২৪ এ সাংসদ জুন মালিয়ার হাত ধরেই বেলদার ওভার ব্রিজ এর উদ্বোধন হবে।” এর পাশাপাশি এদিনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিজেপি দুজন পঞ্চায়েত সহ বেশ কিছু জন তৃণমূলে যোগদান করেন।