রাজ্যের খবর

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে হরিনাম সংকীর্তনের আয়োজন! অভিনব উদ্যোগ গোঘাটের মহিলাদের

Organizing Harinam Sankirtan by collecting money from Lakshmi Bhandar! Innovative initiative by the women of Goghat

Truth of Bengal: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে হরিনাম সংকীর্তনের আয়োজন। মানুষের শান্তিকামনায় হরিবাসরের আয়োজন করে তাক লাগালেন ঘরের লক্ষ্মীরা। গোঘাটের শ্যামবাজারে জমজমাট তিনদিনের এই উৎসব। কোনও পুরুষ নয়, এলাকার ৬৫ জন মহিলা মিলে এই উৎসব শুরু করেছেন।

রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ‌ এই প্রকল্পের আওতাধীন মহিলারা প্রতিমাসে ১০০০-১২০০ টাকা পেয়ে থাকেন। মূলত মহিলাদের আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। এতে অনেকখানি উপকার পেয়েছেন মহিলারা। সামান্য প্রয়োজনে তাদেরকে আর স্বামী বা সন্তানের কাছে হাত পাততে হয় না।

এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে এক অভিনব উদ্যোগ নিল গোঘাটের মহিলারা। তিনদিন ব্যাপী চলেছে তাদের এই সংকীর্তন। বর্তমানে জেনারেল মহিলারা ১০০০ টাকা ও এসসি-এসটিরা ১২০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পান।

ওই এলাকার ৬৫ জন মহিলা একমাসের করে টাকা জমিয়ে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। এমনকী এই উৎসবের সমস্ত কাজ মহিলারাই করছেন। তবে বাড়ির পুরুষরাও তাঁদের পাশে রয়েছেন।

আয়োজকদের দাবি, গ্রাম তথা গোটা রাজ্যের মঙ্গল ও শান্তি কামনায় তাদের এই আয়োজন। তিনদিন ধরে নাম সংকীর্তন সহ নানা অনুষ্ঠান রয়েছে। এই উৎসব ঘিরে মেতে উঠেছে গোটা এলাকা। ঘরের লক্ষ্মীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলে।

 

Related Articles