রাজ্যের খবর

বেআইনি খাটাল উচ্ছেদের নির্দেশ, মজে যাওয়া খাল সংস্কারে উদ্যোগ পুরসভার

Order to eviction of illegal canals

The Truth of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশে ডানকুনি খাল সংস্কারের উদ্যোগী হল পুরসভা। এই খালের পড়ে আছে বেআইনি প্রায় ৪০০টি খাটাল। সেই খাটালগুলি থেকে নির্গত বর্জ্য পড়ে বেহাল অবস্থা হয়েছে খালের। দিনের পর দিন সেই বর্জ্য পড়ে আজ কার্যত চরিত্র বদলে গিয়েছে ডানকুনি খালের। খালের পাড়ে থাকে সেই সব খাটাল অবিলম্বে উচ্ছেদ করে খাল সংস্কারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরসভার পক্ষ থেকে খাটাল মালিকদের বলা হয়েছিল, বৈধ নথি নিয়ে পুরসভায় এসে দেখা করতে। কিন্তু খাটাল মালিকরা কোনও রকম বৈধ নথি দেখাতে পারেননি পুরসভাকে।

তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে খাটাল সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হল মালিকদের। ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন ঘাটালের দেওয়ালে কোর্টের নির্দেশ সম্মলিত নোটিশ লাগানো হয়েছে। ১৫ দিনের মধ্যে খাটালগুলিকে সরিয়ে নিতে বলা হয়েছে, তা না হলে পুরসভার পক্ষ থেকে সেই খাটাল ভেঙে ফেলা হবে বলে জানানো হয়েছে। কয়েক মাস আগে বেশ কয়েক কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল ডানকুনি খালটি।

এই খাল গঙ্গার সঙ্গে যুক্ত থাকায় এখানে যথেষ্ট পরিমাণ মাছ চাষ এবং চাষের কাজের জন্য জল ব্যবহৃত হতো। সংস্কারের পর প্রায় ৪০০ বেআইনি খাটাল থেকে পুনরায় খাটাল থেকে ফের প্রচুর গোবর এসে পড়ায় পুরো খালটি ফের মজে গিয়েছে। সংস্কার হলেও কয়েক কোটি সরকারি টাকা জলে গিয়েছে। অন্যদিকে এলাকা দূষণের ফলে ডানকুনির বাসিন্দারাও প্রচণ্ড ক্ষুব্ধ। খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হলে এলাকা দূষণমুক্ত হবে। খালের জল মাছ চাষ থেকে শুরু করে চাষবাসের কাজে লাগবে। এখন সুপ্রিম কোর্ট খাটাল উচ্ছেদের জন্য যে রায় দিয়েছে, তাকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

Related Articles