রাজ্যের খবর
গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ এক, চাঞ্চল্য এলাকায়
One lost in the Ganges, in Chanchalya area

The Truth Of Bengal : শুক্রবার সকালে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ এক কিশোর। ঘটনাটি ঘটেছে নৈহাটীর রামঘাটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যুবকের পরিবারসহ গোটা এলাকায়।
সুত্রের খবর, নৈহাটী পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডের বাসিন্দা আসরাফ আলী, বয়স ১৭ বছর। আসরাফ শুক্রবার নৈহাটীর রামঘাটের পাশে চটিজুতো খুলে গঙ্গায় নেমেছিল। তারপর ওই কিশোর গঙ্গাতেই তলিয়ে যায়। নদীতে প্রবল স্রোতের ফলে আসরাফ তলিয়ে যায়। পরবর্তীকালে তাকে খোঁজার জন্য জলে নামলেও খোঁজ মেলেনি আসরাফের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যুবকের পরিবারে।