নন্দীগ্রামে প্রকাশ্যে হামলা! অস্ত্রের আঘাতে মৃত যুবক, গ্রেফতার ১
One detained by Police in Nandigram for killing a man in the road

Truth Of Bengal : কাজ সেরে ফিরছিলেন বাড়ি। কিন্তু পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দীগ্রামের কান্ডুপসরা এলাকায়। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চলে ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দীগ্রামের কান্ডুপসরা এলাকায় স্বপন মাইতি নামে একজন ব্যক্তি বসবাস করতেন। বয়স ৪৭। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। শুক্রবার বেলা বারোটা নাগাদ নিজের কাজ সেরে সাইকেল নিয়ে ফিরছিলেন ওই ব্যক্তি। এই অবধি সব ঠিকঠাকই ছিল। কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ কান্ডুপসরা এলাকার বাসিন্দা জনৈক নিতাই দাস ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। তার মাথায় সজরে আঘাত করা হলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনি। এরপর স্বপন চিৎকার চেঁচামেচি শুরু করে। স্বপ্নের চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখেন স্বপন আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। তবে ততক্ষণে অভিযুক্ত পলাতক। এরপর স্থানীয়রা তড়িঘড়ি স্বপনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্য রাতে চিকিৎসকেরা স্বপনকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে, এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। এসেই তারা তদন্ত শুরু করেন। দীর্ঘ তদন্তের পর অবশেষে পুলিশ অভিযুক্ত নিতাই কে গ্রেফতার করতে সক্ষম হন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে নন্দীগ্রাম থানার আইসি। তবে কি উদ্দেশ্যে তপনের উপর হামলা করেছিল নিতাই? তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
মৃত স্বপনের ভাইপো সুজিত মাইতি জানান, ” কাকু কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কোন অজ্ঞাত কারণেই এক জন কাকুকে অস্ত্র দিয়ে কুপিয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কি কারনে এই ঘটনা ঘটলো তা আমাদের জানা নেই। কাকুকে তো আর ফিরে পাবো না। তবে দোষীর যাতে কঠোর শাস্তি হয় সেই দাবিই জানাচ্ছি।”