ডোমকলে ৪০০ বোতল নিশিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল সহ গ্রেফতার এক
One arrested with 400 bottles of banned cough syrup, Domcol, Phensedyl

Truth of Bengal: ডোমকলে ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। এবার কোনো বাড়ি কিংবা গাড়ি নয়, সাইকেলে করে ফেসিডিল নিয়ে যাবার পথে পুলিশের সন্দেহ হতেই তাকে প্রথমে আটক করে। বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের সেখালিপাড়া এলাকার মাঠে সন্দেহভাজন এক ব্যাক্তিকে সাইকেলে যাওয়া অবস্থায় আটক করে।
তার ব্যাগ থাকা ৪০০ বোতল নিশিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল তল্লাশি চালিয়ে উদ্ধার করে পুলিশ। প্রতেকটি বোতল ১০০ গ্রামের নিশিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল বলে জানাযায়। তারপরেই ধৃতকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম আসাদুল ইসলাম। বাড়ি সাগরপাড়ার ধনিরামপুর কাজিপাড়া এলাকায়। বক্সীপুর থেকে ডোমকল সাইকেলে করে 400 বোতল নিশিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল নিয়ে আসার সময় তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহষ্পতিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ। কোথায় থেকে ফেনসিডিল নিয়ে আসছিল এবং কোথায় যাচ্ছিল তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।