রাজ্যের খবর

ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারিতে বিরাটি থেকে গ্রেফতার এক

One arrested from Virati in fake passport scam

Truth Of Bengal: ভুয়ো পাসপোর্ট তৈরির কেলেঙ্কারিতে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। মঙ্গলবার সারা দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানোর পর গভীর রাতে ধরা পড়ে বিরাটির এক মূলচক্রী ‘এজেন্ট’ আজাদ মল্লিক। একইদিনে নদিয়ার গেদে থেকে গ্রেপ্তার হয় তাঁর অন্যতম সহযোগী অলোক নাথ।

ইডি সূত্রে খবর, আজাদের সঙ্গে বাংলাদেশে যোগাযোগ ছিল এবং সম্প্রতি তিনি সেখান থেকে ফিরেছেন। সেই সূত্র ধরেই তাঁর বাড়িতে অভিযান চালায় ইডি। অলোকের গ্রেফতারের পর আজাদের সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে আসে তদন্তকারীদের। অলোক স্বীকার করেছেন যে, তিনি আজাদের নির্দেশে কাজ করতেন এবং এই চক্রে আরও অনেকেই জড়িত।

ইতিমধ্যেই তদন্তকারীরা আদালতে দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারেন বলে খবর। তাঁদের জেরা করে চক্রের অন্যান্য সদস্যদের হদিশ পেতে তৎপর ইডি। এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে তদন্তকারীদের ধারণা, ভুয়ো পাসপোর্ট চক্র ব্যবহার করে বাংলাদেশিদের অনুপ্রবেশ এখন দেশের পক্ষে এক গভীর নিরাপত্তা সঙ্কট তৈরি করতে পারে।

 

Related Articles