রাজ্যের খবর

একই দিনে হাতির হানায় আহত ২, আতঙ্ক ঝাড়গ্রামে

On the same day, 2 were injured in an elephant attack, panic in Jhargram

The Truth Of Bengal : ঝাড়গ্রাম : একই দিনে হাতির হানায় আহত ২। হাতির হানায় গুরুতর আহত এক বৃদ্ধ। ঝাড়গ্রাম জেলা জুড়ে লেগেই রয়েছে হাতির হানা। বারংবার হাতির হানায় নাজেহাল ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষ। শুক্রবার নিজের বাড়ির উঠানে হাতির আক্রমণে গুরুতর আহত হন এক বৃদ্ধ। আহত ব্যক্তির নাম রিন্টু নায়েক, বয়স আনুমানিক ৬০।

জানা গেছে, খাবারের সন্ধানে শুক্রবার ঝাড়গ্রামের পুকুরিয়া এলাকায় থাকা একটু ধানের গোডাউনে হানা দেয় একটি দাঁতাল হাতি। সেই ছবি উঠে আসে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। এরপরেই সেখানে তাণ্ডব চালিয়ে পুকুরিয়া গ্রামে এক বৃদ্ধকে আক্রমণ করে। জানা গেছে শুড় দিয়ে আছাড় মারায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। অন্যদিকে ঝাড়গ্রামের মানিকপাড়ার লাউরিয়াতে হাতির হামলায় আহত হন শকুন্তলা রাউত। একই দিনে দুটি ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ফেলেছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। হাতির হানায় আহত দুজনকেই ভর্তি করা হয়েছে ঝাড়গাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বারংবার হাতির থানায় ব্যাপক ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তবে ঝাড়গ্রাম বনবিভাগের কর্মীরা জঙ্গলে জঙ্গলে হাতির ড্রাইভ করছেন। বনদপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গায় মাইকিং চালাচ্ছে। যে সমস্ত এলাকায় হাতি রয়েছে ওই সমস্ত এলাকার সাধারণ মানুষকে সচেতন করছে বনদপ্তর।

Related Articles