রাজ্যের খবর

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে , পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির

On his way back from his in-laws, a man died in a road accident

The Truth Of Bengal : শ্বশুরবাড়ি থেকে  বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম তোয়েব গাজী  , বয়স ৫৮ ।  তিনি হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর ২ নম্বর অঞ্চলের অধীনস্থ আমতা গ্রামের বাসিন্দা । ঘটনার শোকের ছায়া এলাকায়।

পরিবারের তরফ থেকে জানানো হয় ,মাজমপুরে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিলেন তিনি এবং তার সঙ্গে আরও একজন ছিল ।  মাজমপুরের একটি টার্নিং ক্রস করতেই গিয়ে একটি পাইপ বোঝায় ট্রাক নিহতের  বাইকের পেছনে ধাক্কা মারে।  তারপর ওই ব্যক্তি ট্রাকের চাকার তলায় পড়ে পৃষ্ঠ হয়ে যায় ।  পাশাপাশি তার সঙ্গে থাকা  অপর ব্যক্তি ও আহত হয় । সাথে সাথে স্থানীয় বাসিন্দারা  তাদের দুইজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা  তোয়েব গাজীকে মৃত বলে ঘোষণা করেন।  এবং এই  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ।

পরিবার সূত্রে আরও জানা গেছে ওই ব্যক্তি ভ্যানচালক ছিলেন ।  তিনি পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন । তার  অকালে  প্রাণ চলে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন পরিবার।গোপালপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বাকবুল কালাম মুন্সি , নিহত ব্যক্তির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।

Free Access

Related Articles