অক্ষয়তৃতীয়ায় শান্তিপুরে জগন্নাথ দেবের নামে মুখর রাজপথ
On Akshaya Tritiya, the highway is filled with the name of Shantipur Jagannath Dev.

Truth of Bengal:মাধব দেবনাথ, নদিয়া: অক্ষয়তৃতীয়া, জগন্নাথ দেবের চন্দন যাত্রা এবং দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন—ত্রয়ী মিলনের এক পুণ্য লগ্নে জগন্নাথভক্ত শান্তিপুরের জনজীবন যেন মেতে উঠল এক ভক্তিময় আবেশে।
এদিন ভোররাতেই শান্তিপুরে আয়োজিত হয় এক বর্ণাঢ্য প্রভাতফেরী। শ্যামচাঁদ মন্দির থেকে শুরু হয়ে এই প্রভাতফেরী শেষ হয় মদনমোহন মন্দিরে। বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেবকে সজ্জিত করে রথে বসিয়ে শতাধিক ভক্ত রাজপথে অংশ নেন এই শোভাযাত্রায়। মহিলারা প্রদীপের ডালি নিয়ে, ঢোল-করতাল ও হার্মোনিয়ামের সুরে মহাপ্রভুর নাম সংকীর্তনে মুখরিত করে তোলেন শান্তিপুরের অলিগলি।
উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান সহ বহু ভক্তবৃন্দ। শ্যামচাঁদ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত অলক দাস বলেন, “আজ অক্ষয় তৃতীয়া, সঙ্গে চন্দন যাত্রা ও দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আমাদের জেলার মাটি তো মহাপ্রভুর ছোঁয়ায় পবিত্র। তাই এমন দিনে ঘরে বসে থাকা চলে না। মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আমরা এই প্রভাতফেরীর আয়োজন করেছি।”
চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, “এটি শুধু এক ধর্মীয় আয়োজন নয়, এক ঐতিহ্যের পুনর্জাগরণ। শান্তিপুরের মানুষ মহাপ্রভুর নাম নিয়ে আজ নতুন করে জেগে উঠল।” চন্দন যাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের গায়ে চন্দন লেপনের বিশেষ সেবারও আয়োজন করা হয় মন্দিরে।
পুরো শহর যেন একদিনের জন্য হয়ে উঠেছিল বৃন্দাবনের অংশ। হরে কৃষ্ণ ধ্বনিতে মুখর শান্তিপুরের রাজপথ স্মরণ করিয়ে দিল চৈতন্য মহাপ্রভুর লীলা ভূমির ঐতিহ্য।