রাজ্যের খবর

প্রবল বৃষ্টিতে পোলবায় ভেঙে পড়ল পুরোনো দোতলা বাড়ি

Old two storied house collapsed in Polba due to heavy rain

Truth Of Bengal: বৃষ্টির দাপটে পোলবায় ভেঙে পড়ল একটি পুরোনো দোতলা বাড়ি। বাড়ির বাসিন্দা হালিমা বিবি বিপদ বুঝে আগেই বাড়ি থেকে কিছুটা দূরে ত্রিপলের তলায় থাকছিলেন। তাই ঘটনায় কেউ হতাহতো না হলেও পুরনো বাড়ির আরো একটি অংশ বিপদজনক হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাস্তা দিয়ে লোকজনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়েছে। গ্রামবাসীরা প্রশাসনকে জানিয়েছেন।

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি সঙ্গে ঝোরো হাওয়ার দাপট চলছিল। এরফলে পোলবা শুনকো গ্রামে একটি পুরনো দোতলা বাড়ির একাংশ গতকাল ভেঙ্গে পড়ে। আজ আবার আরেকটি অংশ ভেঙে রাস্তায় পড়ে। প্রাচীন নড়বড়ে এই বাড়িতে বসবাস করতেন হালিমা বিবি। বৃষ্টি এবং বিপদের সম্ভাবনায় তিনি আগেই বাড়ি থেকে সরে যান। পাশে ত্রিপল খাটিয়ে থাকছিলেন।

সেখ সরাফত মোল্লা নামে এক গ্রামবাসী জানান,দোতলা বাড়িটির পাশেই তাদের বাড়ি। বাড়িতে ভেঙে পড়ায় তাদের বাড়িতেও কিছুটা ক্ষতি হয়েছে। যে বৃদ্ধা ওই বাড়িতে থাকতেন তিনি আগেই সরে যাওয়ায় প্রাণে বাঁচেন। তবে তার বাড়ির ভিতরে আসবাবপত্র অনেক জিনিস চাপা পড়ে নষ্ট হয়েছে।প্রশাসনকে জানানো হয়েছে কিছু একটা ব্যবস্থা করতে বাড়ির যে অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে সেটা যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে।

Related Articles