জলদাপাড়ায় বাড়ল গণ্ডারের সংখ্যা, ছাড়াল তিনশোর গণ্ডি
Number of rhinos in Jaldapara rises to 300

Truth Of Bengal: অমল মুন্ডা, আলিপুরদুয়ার: জলদাপাড়াতে গণ্ডারের সংখ্যা বাড়ল। ৭০ টি কুনকি হাতি করে জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার গণণা করা হয়েছিল। মোট ১৯৩ টি দল এই গণ্ডার গণণা কাজ করছিল। মোট ৪০০ জন নিযুক্ত ছিল গণ্ডার গণনায়। এর মধ্যে ১৩ টি এন জিও সদস্য ও বনকর্মীরা ও বনদফতরের আধিকারিকরা ছিল ।
২০২২ সালে গণণা হয়েছিল তখন জলদাপাড়া জাতীয় উদ্যানে ২৯২ টি এক শৃঙ্গ গণ্ডারর হদিশ মিলেছিল । জলদাপাড়া জাতীয় উদ্যানে এখন ৩৩১ টি গণ্ডারর হদিশ মিলেছে। আগের তুলনায় জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা বেড়েছে আগের তুলনায় মোট ৩৯ টি গুন্ডার বেড়েছে। প্রতি দুই বছর অন্তর অন্তর গণ্ডার গণণা হয়। শেষ ২০২২ সালে গণণা হয়েছিল তখন জলদাপাড়া জাতীয় উদ্যানে ২৯২ টি এক শৃঙ্গ গণ্ডারর হদিশ মিলেছিল । এবছর ৩ মার্চ থেক ৬ মার্চ ওবধি রাইনো সেনসাস হয়। আর তার রিপোর্ট অনুযায়ী জলদাপাড়াতে গণ্ডারের সংখ্যা বেড়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে এখন ৩৩১ টি গণ্ডারর হদিশ মিলেছে।
গণ্ডার গণণায় মোট ৪০০ জন নিযুক্ত করা হয়েছে এর মধ্যে তেরোটি এন জি ও এর সদস্যরা ও আছে এছাড়া ৭০ টি কুনকি হাতি নিযুক্ত হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানকে ৬৫ ব্লকে ভাগ করা হয়েছিল এই গণ্ডার গণণা জন্য।