রাজ্যের খবর

কার্নিভাল ঘিরে উদ্দীপনা! বসিরহাটে শোভাযাত্রা শেষ নিরঞ্জন ইছামতীতে

Taki Bisorjon

The Truth of Bengal: রাজ্যজুড়ে চলছে  নিরঞ্জনপর্ব। সেইসঙ্গে জেলায় জেলায় চলছে কার্নিভাল। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কার্নিভালে অংশ নেয় মানুষ। সুসজ্জিত শোভাযাত্রা সহকারে একে একে নিরঞ্জন হয় সব প্রতিমা। কলকাতা শহরের সেরা পুজোগুলিকে নিয়ে গত কয়েক বছর কার্নিভাল হচ্ছে রেড রোডে। এখন জেলায় হচ্ছে এই পুজো কার্নিভাল। এই প্রথম বসিরহাট শহরে হল প্রথম পুজো কার্নিভাল। সুন্দরবনের লোকপ্রসার শিল্পীদের বাউল ভাটিয়ালি গান সহ নাচের সঙ্গে সুসজ্জিত ট্যাবলা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হল। টাকি রোডের শোভাযাত্রা কার্নিভালের মধ্য দিয়ে বসিরহাট ইছামতি নদীতে চলে নিরঞ্জন পর্ব।

দুপুর ১২টা নাগাদ বসিরহাট সেরা বারোটি দুর্গাপুজোর প্রতি শোভাযাত্রায় অংশ নেয়। দর্শকদের বিচারে প্রথমে থাকা প্রতিমাগুলি জায়গা পায়। কার্নিভালে বাংলার প্রাচীন সাংস্কৃতিক কৃষ্টি তুলে ধরতে ভাটিয়ালি বাউল গান ছিল।। লোকপ্রসার শিল্পীদের নাচ ও গানের মধ্যে দিয়ে শোভাযাত্রা শুরু হয়। মহিলা ঢাকিরাও যোগ দেন। বসিরহাট প্রান্তিক ক্লাব থেকে টাকি রোড হয়ে বসিরহাট থানা, ইছামতি বোটঘাট হয়ে বিদ্যুৎ সংঘ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে এই কার্নিভাল শেষ হবে। তারপর ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন হয়।

এদিনের এই কার্নিভালে বসিরহাট মহকুমা শাসক আইএস আশিস কুমার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাস কে, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, আইসি সুরিন্দর সিং, উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পুরসভার চেয়ারপার্সন অদিতি মিত্র রায় চৌধুরী সহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বসিরহাট শহরে এই প্রথম পুজো কার্নিভাল ঘিরে মানুষের উৎসাহ ছিল দেখার মতো।

Free Access

Related Articles