
The Truth of Bengal: কৃষি নির্ভর জেলা উত্তর দিনাজপুর। এই জেলার একটা বড় অংশের মানুষ ভুট্টা চাষ করেন। এবার তাঁদের সামনে আধুনিক পদ্ধতিতে চাষের সুযোগ। মহকুমা কৃষি দফতরের জয়েন্ট ডিরেক্টর শ্রীকান্ত সিনহার বানানো যন্ত্র দিয়ে বিশেষ পদ্ধতিতে হাইব্রিড ভুট্টা চাষ শুরু হয়েছে। এই বিশেষ যন্ত্রের মাধ্যমে বিনা চাষেই ভুট্টা লাগাতে পারছেন চাষিরা। ফলে খরচ বাঁচছে। উপকৃত হচ্ছেন চাষিরা।
এই যন্ত্রের নাম বীজগাড়া হাল। যা দিয়ে ভুট্টা চাষ করলে প্রতি একরপ্রতি জমিতে ৯ থেকে ১০ হাজার টাকা বাঁচে চাষিদের। ধান কাটার সাতদিন পরেই জমিতে ভুট্টা লাগানো যায় বিনা চাষে। এই পদ্ধতিতে ভুট্টা লাগালে সারের অপচয় হয় না। কম জল লাগে। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে এই পদ্ধতিতে চাষ হচ্ছে।
এখন অন্য রাজ্য থেকেও এই যন্ত্র সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে এবং ইসলামপুর এগ্রিকালচার অফিসে এসে বিহারের আধিকারিকরা শিখে যাচ্ছেন কীভাবে চাষ করতে হবে। চাষিরা এই পদ্ধতিতে চাষ করতে পেরে খুশি। এতদিন ভুট্টা চাষে তাঁদের বেশ ভাল খরচ হতো। নতুন উপায়ে চাষ করতে পেরে তাঁদের অনেক সাশ্রয় হচ্ছে। এলাকার চাষিদের মধ্যে এই যন্ত্র নিয়ে আরও আগ্রহ বাড়ছে।