রাজ্যের খবর

জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নতুন সদস্য, দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহের

New additions to Jangalmahal Zoological Park, Royal Bengal Tigers and Lions to meet

Truth Of Bengal: দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: অরন্যসুন্দরী ঝাড়গ্রামে এবার দেখা মিলবে বাঘ ও সিংহের। জঙ্গলমহলের অরন্যসুন্দরী ঝাড়গ্রাম জেলার উল্লেখযোগ্য জুলজিক্যাল পার্ককে এবার অপরূপ সুন্দর হিসেবে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হল।

মূলত অনান্য পশু পাখিদের পাশাপাশি এবার এই পার্কে আসছে বাঘ ও সিংহ। চিতা, নেকড়ে ও হায়নার পাশাপাশি এবার রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহের দেখা মিলবে এই পার্কে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জেলা এই জঙ্গলমহলের ঝাড়গ্রাম।

এবার সেই জেলারই অন্যতম চিড়িয়াখানা জুলজিক্যাল পার্কটিকে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের। এর আগেও মুখ্যমন্ত্রী বহুবার এই পার্ক সাজিয়ে তোলার জন্য অর্থ বরাদ্দ করেছেন। এর ফলে পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম অন্যতম হয়ে দাঁড়িয়েছে।

মূলত শাল পিয়ালের জঙ্গলের মধ্যে এই পার্কটি তৈরি করা হয়েছে। তবে এই পার্কটি আরো আকর্ষণীয় করে তুলতে এই বিশেষ উদ্যোগ গ্ৰহণ করা হয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যে রাজ্যের বন বিভাগের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এই পার্কটিকে পরিদর্শন করেন।

আগামী বছর থেকে পুরোদমে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রাম বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, পর্যটক দের আনন্দ দিতে ও আগ্রহ বাড়িয়ে তুলতে এই উদ্যোগ। এই জায়গাটা সাজিয়ে তুলতে আরো পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।

জেলার এক পশুপ্রেমী বিশ্বরূপ মল্লদেব জানিয়েছেন, “এতে বেশি সংখ্যক পর্যটক বাড়বে এই পার্কে, পর্যটকরা জঙ্গলমহল মুখী হবেন, জেলার পর্যটন কে সমৃদ্ধ শালী করতে প্রশাসনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন”, পাশাপাশি এর ফলে পর্যটন ব্যবসা আরো চাঙ্গা হবে”

Related Articles