হালিশহরে বৃদ্ধকে পিটিয়ে ‘খুন’ করল প্রতিবেশী! তদন্তে পুলিশ
Neighbor "murdered" the old man in Halishahr! Police investigating

Truth Of Bengal, Barsa Sahoo : দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া। পরে তা গড়াল হাতাহাতিতে। এরপর এক বৃদ্ধকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বৃদ্ধ। অবশেষে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর ২৪ পরগনার হালিশহরে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম পরশনাথ সাউ। বয়স আনুমানিক ৭০। বাড়ি হালিশহর হুকুমচাঁদ জুট মিল সংলগ্ন বেলুড়পাড়ার ২০ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, রবিবার বাড়ির সামনে কাপড় শুকোতে দিয়েছিলেন পরশের মেয়ে। তা নিয়েই পাশের বাড়ির সাথে শুরু হয় ঝামেলা। বাড়ি থেকে বেরিয়ে ঝগড়া বন্ধ করতে বলেন পরশনাথ। এরপরই ঘটে সেই বিপত্তি। অভিযোগ, প্রতিবেশীদের মধ্যে তিন জন হঠাৎই তাঁকে মারধর করতে শুরু করেন। লাঠি দিয়ে পরশনাথের মাথায় মারা হয়।
লাঠির আঘাতে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরশ। নাক দিয়ে গলগল করে বেরোতে থাকে রক্ত। এরপর প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেন। জেএনএমে ভর্তি করানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের মধ্যে একাংশের অভিযোগ, মারধরের ঘটনায় অভিযুক্ত হলেন দু’জন। একজনের নাম বিকি চৌধরি অপরজন অজয় চৌধরি। ঘটনার পর থেকে দুজনেই পলাতক। বৃদ্ধের পরিবারের দাবি, অভিযুক্তদের সবাইকে ফাঁসি দিতে হবে। সামান্য একটা সমস্যার জন্য এতবড় ঘটনা! ঘটনার পর রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় হালিশহর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর মেলেনি বলেই খবর।