রাজ্যের খবর

কোতুলপুরে প্রৌঢ়কে কুপিয়ে খুনে গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী

Neighbor accused of hacking old man to death in Kotulpur

The Truth Of Bengal: কোতুলপুরে এক প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগে এক প্রতিবেশীকে গ্রেফতার করল কোতুলপুর থানার পুলিশ। গত ২৯ জুলাই কোতুলপুর থানার তালপুকুর এলাকায় রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় শালুকগেড়িয়া গ্রামের ইলিয়াস গায়েন নামের এক প্রৌঢ়কে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

দ্রুত তাঁকে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পরে গতকাল রাতেই মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতের প্রতিবেশী আব্দুল হামিদ গায়েন নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইলিয়াস গায়েন খুনের ব্যাপারে আরো কিছু তথ্য হাতে পেতে চাইছে পুলিশ। ইলিয়াস গায়েনকে খুনের পিছনে নিছকই সম্পত্তিগত বিবাদ নাকি এর পিছনে অন্য কোনো কারন রয়েছে তা খতিয়ে দেখতে ধৃত আব্দুল হামিদ গায়েনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।