রাজ্যের খবর

বেহাল প্রায় ৪ কিমি গুরুত্বপূর্ণ রাস্তা, দুর্ভোগে যানবাহন থেকে সাধারণ মানুষ

Nearly 4 km of important roads in disrepair, vehicles and ordinary people in distress

Truth of Bengal: নবদ্বীপ ব্লকের ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনার দীর্ঘ প্রায় ৪ কিমি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও কোনও সুরাহা হয়নি।

এই অঞ্চলে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের দু’দুটি স্কুল। এছাড়াও রয়েছে একটি গ্রামীণ হাসপাতাল ও বিডিও অফিস। সর্বোপরি এই রাস্তার সঙ্গে সংযোগকারী নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে ব্যস্ততম গৌরাঙ্গ সেতু রোড। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু মানুষ এই রাস্তা ব্যবহার করেন। বিভিন্ন কাজে যাতায়াত করেন।

প্রশাসনের সর্বস্তরে জানানোর পরেও রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বর্তমানে সর্বত্র বড় বড় পাথর উঠে কঙ্কালসার চেহারার রূপ নিয়েছে। আজ থেকে প্রায় বছর খানেক আগে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা পথ অবরোধে করে। এরপরেই সাময়িকভাবে নড়েচড়ে বসে প্রশাসন। কিছুটা জোড়াতাপ্পি দিয়ে মেরামত হলেও রাস্তাটি রয়ে গিয়েছে সেই তিমিরেই। বর্তমানে সর্বত্র বড় বড় পাথর উঠে কঙ্কালসার চেহারার রূপ নিয়েছে।

নবদ্বীপ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের মৎস্য কর্মাধ্যক্ষ তপন মন্ডল জানান, এই অঞ্চলে রয়েছে দু’দুটি স্কুল। তাছাড়াও একটি গ্রামীণ হাসপাতাল ও বিডিও অফিস। দৈনন্দিন এই রাস্তা ব্যবহার করে বহু ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ভারি ও মাঝারি যানবাহন চলাচল করে। রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়েছে যে, মাঝে মাঝেই টোটো উল্টিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে এই রাস্তাটি পূর্ণ  আকারে মেরামত হয়েছিল। তারপর থেকেই ক্রমশ বেহাল হয়ে পড়েছে ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তাটি। আজ থেকে প্রায় বছরখানেক আগে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়।

Related Articles