রাজ্যের খবর

আবার খেলার মাঠে গৃহবধূ, জাতীয়স্তরে সফল মালদার বধূ

Malda Athlete 

The Truth of Bengal: ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি ঝোক ছিল। স্কুল স্তরে খেলার সময় একাধিক পদক জিতেছিলেন। এমনকী রাজ্যস্তরেও খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু জাতীয় স্তরে খেলার সুযোগ হয়নি। বিয়ে হয়ে যাওয়ায় সম্পর্কে ছেদ পড়ে মাঠের সঙ্গে। প্রায় ১৪ বছর পর আবার ফিরলেন মাঠে। মাঠে ফিরেই মালদার গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ বাজিমাত করেছেন। জাতীয় স্তরের প্রাপ্তবয়স্কদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পাঁচটি পদক জিতে মালদার নাম উজ্জ্বল করলেন সুপ্রিয়াদেবী দাস ঘোষ। গোয়ায় আয়োজিত প্রাপ্তবয়স্কদের এই প্রতিযোগিতায় গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ মোট পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। পাঁচটিতেই পদক এনেছেন তিনি।

একটি ইভেন্টে সোনা, দুই করে রুপো ও ব্রোঞ্জ পদক জিতেছেন। তাঁর এমন সাফল্যে খুশি পরিবার সহ জেলার ক্রীড়াপ্রেমী মানুষজন। পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতা, ৮০০ মিটার দৌড়, দেড় হাজার মিটার দৌড়, ৪০০ মিটার রিলে দৌড় ও ১০০ মিটার রিলে দৌড় এই পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন তিনি। জাতীয় স্তরে ভাল খেলার সুবাদে আগামীতে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পেয়েছেন মালদার এই গৃহবধূ। তাই এখন থেকেই তিনি আবারও শুরু করেছেন অনুশীলন। অধিকাংশ সময় তিনি জেলা পুলিশ লাইন মাঠে অনুশীলন করেন। তাঁর স্বামী রাজু ঘোষ একজন পুলিশ কর্মী। পরিবারে রয়েছে দুই সন্তান। এখন দুই সন্তান যথেষ্ট বড় হয়েছে। তাই কিছুটা সময় নিজের জন্য বার করেছেন সুপ্রিয়া দাস ঘোষ। আবার সম্পর্ক গড়েছেন মাঠের সঙ্গে।

সংসারের সমস্ত কাজ সামলে প্রতিদিনে বিকেলে নিয়মিত অনুশীলনে আসেন জেলা পুলিশ লাইন মাঠে। প্রায় চার থেকে পাঁচ মাস ধরে অনুশীলন করছেন। আর তাতেই বাজিমাত জাতীয় স্তরের প্রতিযোগিতায়। এখানেই থেকে থাকতে চান না সুপ্রিয়দেবী। আরও বড় লক্ষ্যে এগিয়ে যেতে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

Related Articles