Narayangarh: চিরন্তন প্রেমের মর্মান্তিক পরিণতি, স্ত্রীর চিতার পাশে গলায় দড়ি স্বামীর
ডাক্তার দেখানোর পরও সুস্থ হননি, অবশেষে অঞ্জলীর মৃত্যু হয় বাড়িতেই।
Truth of Bengal: আমরা দুজনে ভাসিয়া এসেছি, যুগল প্রেমের স্রোতে- রবি ঠাকুরের ‘অনন্ত প্রেম’ এর কবিতাকেও হার মানাবে বাস্তবের এই কাহিনী। নিজের স্ত্রীর চিতার সামনে গিয়ে কাঁধের গামছা গলায় দিয়ে গাছে ঝুলে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত নারায়নগড়ের একেবারে প্রত্যন্ত গ্রামের সুনীল সিং কখন পড়াশোনায় করেনি, তবে তিনি বাংলা ভাষার কবিতার অনুরূপ চরিত্র হয়ে উঠেছেন। (Narayangarh)
[আরও পড়ুনঃ Andre Russell: আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরিভাবে টাটা রাসেলের, বিদায়বেলায় দিলেন বড় বার্তা]
মঙ্গলবার সুনীলের স্ত্রী অঞ্জলীর রোগ জনিত কারণে মৃত্যু হয়। মঙ্গলবার গ্রামের অদূরে মাঠে তাকে দাহ করা হয়। স্থানীয়রা জানান, সুনীল ও অঞ্জলীর বছর ২৮ এর এক ছেলে ও বৌমা আছে। তবে বছর দুয়েক ছেলে বৌমার সাথে বনিবনা না হওয়ায় তারা আলাদায় থাকছিলেন। তবে অঞ্জলীর দীর্ঘদিন ধরে লিভার জন্ডিসে ভুগছিলেন। ডাক্তার দেখানোর পরও সুস্থ হননি, অবশেষে অঞ্জলীর মৃত্যু হয় বাড়িতেই। (Narayangarh)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
সুনীলের ভাই ও পাড়ার লোকজন বলেন, সুনীল ছিলেন, অঞ্জলী অন্ত প্রাণ। তাই অঞ্জলীর মৃত্যুর পর সুনীলকে সকলেই চোখে চোখেই রেখেছিলেন। বুধবার দুপুরের পর হঠাৎ আর সুনীলকে বাড়িতে না দেখতে পেয়ে খোজা শুরু করে তার বাড়ির লোকজন। কিছুক্ষণ পর গ্রামের কয়েকজন লোক সুনীলকে অঞ্জলীর চিতার সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বাড়ি ও পাড়ার লোকজন বলেন সুনীল অঞ্জলীকে ছেড়ে একটা থাকতে পারলো না। তবে বাস্তবের এই কাহিনী, সিনেমার গল্পকেও হার মানাবে। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। (Narayangarh)






