
The Truth of Bengal: এমনিতেই বর্ষার জন্য রাস্তাঘাটের অবস্থা বেহাল। জল জমার জন্য খানাখন্দ হয়ে গিয়েছে। পুজোর আগে মেরামতি করে স্বাভাবিক করা চেষ্টা চলছে। এমন অবস্থায় বড় বিপত্তি হুগলির চুঁচুড়ায়। নমামি গঙ্গে এবং কেএমডিএ-এর প্রজেক্টের জলের পাইপ লাইন বসাবার জন্য জায়গায় রাস্তা কাটা হয়েছে। ফলে চুঁচুড়া শহরের শহরের বিস্তীর্ণ এলাকা ধসের কবলে পড়ছে। পুজোর আগে কেএমডিএ বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু করলে আবারও বিভিন্ন জায়গায় নতুন করে ধসের সৃষ্টি হচ্ছে।
বড় বড় ট্রাক বসে যাচ্ছে রাস্তায়। ফলে যানজট নিত্য ঘটনা ঘয়ে দাঁড়িয়েছে এলাকায়। এই বিপত্তির জন্য পুজড় মুখে সমস্যায় পড়েছে বিস্তীর্ণ এলাকার মানুষ। ব্যস্ত শহরের রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। ভাঙাচোরা রাস্তা এবং ধসের ফলে যানবাহন চলাচল করতে পারছে না স্বাভাবিকভাবে। দুর্ঘটনা এড়াতে অতি ধীর গতিতে যাতায়াত করছে। ফলে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে রাস্তায়।
এ ব্যাপারে চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায় জানান, প্রাকৃতিক দুর্যোগের জন্য মেরামতির কাজ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত কাজ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা।নমামি গঙ্গে এবং কেএমডিএ-এর প্রজেক্টের জলের পাইপ লাইন বসাবার জন্য রাস্তার এমন পরিস্থিতিতে বিড়ম্বনায় পড়েছে গোটা এলাকার মানুষ। দাবি উঠছে, দ্রুত মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করা হোক। পুজোর আগে সেই কাজ শেষ করা হোক। পরিস্থিতির ওপর নজর রেখে দ্রুত পদক্ষেপের উদ্যোগ নিয়েছে পুরসভা।
Free Access