রাজ্যের খবর

 ‘….চিরবিদায়’, প্রেমিকার নাম লিখে চরম পদক্ষেপ যুবকের, শোকাহত পরিবার

যুবকের ঘর থেকে একটি ডাইরি উদ্ধার হয়েছে, যেখানে লাল কালি দিয়ে লেখা ‘অর্পিতা চিরবিদায়’।

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: ভোররাতে নদিয়ার শান্তিপুরের এক পরিবার হঠাৎ-ই চিৎকার চেঁচামেচি শুরু করে। কিছু বুঝতে না পেরে ছুটে আসে এলাকাবাসী। এসে দেখে ঘরের ভেতরে ঝুলছে তাঁদের পরিচিত যুবক বাপনের দেহ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যুবকের (Nadia Tragedy) ঘর থেকে একটি ডাইরি উদ্ধার হয়েছে, যেখানে লাল কালি দিয়ে লেখা ‘অর্পিতা চিরবিদায়’।

[আরও পড়ুন: Birbhum: উটের দুধের চা এখন বীরভূমে, দাম মাত্র ৫০ টাকা]

ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাবলা বোন এলাকায়। বছর ৩০ এর বাপন বিশ্বাস ধান সিদ্ধ ও শুকনো করার কাজ করতো। যুবকের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নদীয়া রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। যুবকের পরিবারের ডায়েরিটি পুলিশ এর হাতে তুলে দেন। ডায়েরির তিন পৃষ্ঠা জুড়ে যুবকের (Nadia Tragedy) গোপন কথা লেখা রয়েছে, যার মধ্যে অর্পিতা নামক এক মহিলার কথা উঠে এসেছে।

[আরও পড়ুন: Wrestling Gold: দঙ্গলকন্যার নতুন গৌরব! বুলগেরিয়ায় কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তপস্যা গহলোত]

পরিবারের সন্দেহ ওই অর্পিতা নামে ওই মহিলার সঙ্গে কোনও প্রেম ঘটিত সম্পর্ক ছিল তাঁদের ছেলের। সেই সম্পর্কের অবনতির কারণে চৃড়ান্ত সিদ্ধা্ন্ত নিয়েছে সে (Nadia Tragedy)। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

FB POST: https://www.facebook.com/share/v/17AqmvDogq/

Related Articles