ফুলবাড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ
Mysterious death of housewife in Fulbari! Police investigating

Truth Of Bengal: শুক্রবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকার ব্যাটেলিয়ান কোয়ার্টার হাউজিং থেকে পিংকি রায় (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, গতকাল রাতেও পিংকি দেবী স্বামী-সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া সেরে সন্তানকে নিয়ে নিচের ঘরে ঘুমোতে যান। পরিবার-পরিজনের মধ্যে কেউই আঁচ করতে পারেননি, যে রাত পেরোতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটবে।
এদিন সকালে শিশুসন্তান ঘুম থেকে উঠে মাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সে তৎক্ষণাৎ পাশের ঘরে থাকা বাবা ও অন্যান্যদের ডেকে পাঠায়। পরিবারের সদস্যরা ছুটে এসে স্তম্ভিত হয়ে যান এই দৃশ্য দেখে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও ভিড় করতে থাকেন। পরবর্তীতে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পিংকি দেবীর মানসিক বা পারিবারিক কোনও বড়সড় সমস্যা ছিল বলে তাঁদের জানা নেই। এমন মর্মান্তিক সিদ্ধান্ত কেন নিলেন, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। পুলিশও প্রাথমিকভাবে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। একইসঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরিবারকেও একাধিক প্রশ্নের মুখোমুখি করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হতে পারে। তবে এই মুহূর্তে সমস্ত সম্ভাবনাকেই খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকলেই স্তব্ধ, পিংকি রায়ের মৃত্যুর প্রকৃত কারণ জানার অপেক্ষায়।