রাজ্যের খবর
নয়াগ্ৰামে হাতির রহস্যজনক মৃত্যু, ঘটনাস্থলে বনকর্মীরা
Mysterious death of elephant in Nayagram, forest officials at the scene

Truth Of Bengal: ফের হাতির মৃত্যু! মঙ্গলবার নয়াগ্ৰাম ব্লকের মলম গ্রামে চাষিদের সরিষা জমিতে দেখা গেল একটি মৃত হাতি। এদিন স্থানীয় চাষিরা মাঠে কাজ করতে এসে দেখেন মাঠের মধ্যে বড় খড়ের গাদার মতো কিছু পড়ে রয়েছে। পাশে গিয়ে দেখা যায় একটি মৃত হাতি পড়ে রয়েছে। এই ঘটনার ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
নয়াগ্ৰামে হাতির রহস্যজনক মৃত্যু, ঘটনাস্থলে বনকর্মীরা pic.twitter.com/qP2XGkTxnN
— TOB DIGITAL (@DigitalTob) January 7, 2025
এর পর বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, এবং হাতিটির দেহ উদ্ধারের উদ্যোগ নেয়। তবে এলাকায় হাতি মৃত্যু এবং নিয়মিত হাতির হানায় বন দফতরের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, নিয়মিত হাতির হানা হলেও কোন পদক্ষেপ নেয়নি বন দফতর। কি কারনে হাতির মৃত্যু তা খতিয়ে দেখছে বনদফতর।