অভিনব কায়দায় এটিএম থেকে টাকা তছরুপের ঘটনায় গ্রেফতার ২
Multiple times of cash withdrawal from ATM in a novel way 2

The Truth Of Bengal: অভিনব কায়দায় এটিএম থেকে টাকা তছরুপের করার দায়ে নগদ টাকা সহ দুজন ব্যক্তিকে এটিএম এর ভিতর থেকে গ্রেফতার করলো ঠাকুরপুকুর থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে বেহালা শিলপাড়া ডায়মন্ড হারবার রোডের পাশে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এ টি এম এ দুই ব্যক্তি টাকা তোলার জন্য ঢুকেছিল। বেশ কিছুক্ষণ ধরে ওই দুই ব্যক্তি এটিএম এর মধ্যে থাকায় সিসি ক্যামেরা দেখে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হয়। যদিও এই এটিএমটিতে কোনরকম গার্ড ছিল না। তারপর ব্যাংক কর্তৃপক্ষ তাদের অন্য ব্রাঞ্চ থেকে একটি গার্ড এর সঙ্গে যোগাযোগ করে। এরপর গার্ড তৎক্ষণাৎ এসে দেখে এটিএম এর ভিতরে দুই ব্যক্তির রয়েছে। সাথে সাথে এটিএমে শাটার নামিয়ে দেয় বাইরে থেকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এরপর ঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দুই ব্যক্তি কে গ্রেফতার করে ও লক্ষাধিক টাকা উদ্ধার করে।
এদিকে পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিরা এটিএম এর যে অংশ থেকে টাকা বের হয় সেই অংশে টেপ লাগিয়ে বাইরে অপেক্ষা করতো। গ্রাহক রা যখন টাকা তুলতে আসতো তারা কার্ড ঢুকিয়ে টাকা তোলার চেষ্টা করতো তখন এটিএম থেকে বেরহওয়া টাকা ঐ লাগিয়ে রাখা টেপে আটকে যেতো কিন্তু গ্রাহক ঐ অংশে টাকা দেখতে পেতোনা। গ্রাহক ভাবতো এটিএম এ টাকা নেই। গ্রাহক বেরিয়ে গেলে ঐ টাকা এরা হাতিয়ে নিতো। পুলিশ এর সন্দেহ এই ভাবে এরা বেশ কিছু এটিএম থেকে একই পদ্ধতিতে টাকা তছরূপ করেছে ও বেশ কিছু মানুষ এর টাকা লুঠ করেছে। ইতিমধ্যে পুলিশ দুজনকে লক্ষাধিক টাকাসহ গ্রেফতার করেছে। জানা যায়, দুজনেই বিহারের বাসিন্দা। বুধবার অভিযুক্তদের আলিপুর কোর্টে পেশ করা হবে। পুলিশের সন্দেহ এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েক জন জড়িয়ে আছে।
FREE ACCESS