মুর্শিদাবাদের আমবাগানে উদ্ধার একাধিক তাজা বোমা
Multiple fresh bombs recovered in mango orchard in Murshidabad

Truth of Bengal: মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত লক্ষিপুর আমবাগান এলাকা বৃহস্পতিবার সকালে রীতিমতো আতঙ্কের কেন্দ্রে পরিণত হয়, যখন ওই এলাকায় একটি আমবাগান থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে এবং গোটা এলাকা ঘিরে ফেলে।
ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে পড়েন, কেননা জনবহুল এলাকা থেকে এভাবে তাজা বোমা উদ্ধার খুবই উদ্বেগজনক। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠিক কতগুলো বোমা উদ্ধার হয়েছে তা এখনও নিশ্চিত না হলেও এগুলি তাজা এবং বিস্ফোরণের উপযোগী অবস্থায় ছিল। এরপর দ্রুত খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। বোম স্কোয়াড আসার পর বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে বলে জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত এই বোমাগুলি কে বা কারা রেখেছিল, তার সঠিক কোনও তথ্য মেলেনি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
ঘটনার পর এলাকার সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, তারা এর আগে কখনও এমন ঘটনা প্রত্যক্ষ করেননি। পুলিশের পক্ষ থেকে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনা ফের একবার দেখিয়ে দিল, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর নজরদারি ও সজাগতা প্রয়োজন।