টাকা কামাতে পাহাড়কে বেচলে চলবে না, উত্তরবঙ্গ সফরে এসে বার্তা মুখ্যমন্ত্রীর
Mountains should not be sold to make money, says Chief Minister on North Bengal tour

Truth Of Bengal: পাহাড়ের উন্নয়নে নতুন দিক নির্দেশনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের মাঝেই দার্জিলিংয়ে গিয়ে সরস মেলা উদ্বোধন করেন তিনি। বুধবার বেলা তিনটেয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা। এই সময়েই তিনি পাহাড়বাসীকে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং পাহাড়ের উন্নয়নে কোনও অসদুপায় অবলম্বন না করার পরামর্শ দেন। তিনি বলেন, “কাজ আটকালে হবে না, নিজের টাকা কামাতে পাহাড়কে বেচলে চলবে না।”
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে পাহাড়ের সৌন্দর্যকে তার প্রতিভা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “আমি চাই এখানে আরও স্কুল, কলেজ বাড়ুক। এখানে প্রচুর ট্যালেন্ট রয়েছে। স্কিল ডেভলপমেন্ট সেন্টারও বাড়ানো হবে। মিরিক এবং কার্শিয়ংয়ে এসব সেন্টার তৈরি হবে, যেখানে তিন মাসের ট্রেনিংয়ের পর চাকরি পাকা হবে।”
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলা আবাস যোজনায় রাজ্য সরকার ৫৪ হাজার চা বাগানকে পাট্টা দিয়েছে। ঘর বাড়ানোর জন্য আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, “উত্তরবঙ্গে এক লাখ ৬৪ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, জিটিএ এলাকায় কাজ চলছে, হোম স্টে এবং ট্যুরিজম পলিসি করা হয়েছে। লামাহাটা এখন রোল মডেল হয়ে উঠেছে।”
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দিকে আক্রমণ করে বলেন, “ভোটের সময় ভোট নিয়ে যায়, কিন্তু কোনও টাকা দেয় না। শুধু বলে, এটা করব, ওটা করব।” তিনি রাজ্য সরকারের কাজের মধ্যে পার্থক্য তুলে ধরেন এবং বলেন, “আমরা ৩৬৫ দিন কাজ করি, কিন্তু কেন্দ্র শুধু নির্বাচনের সময় কাজের কথা বলে।”
তিনি পাহাড়ের তৃণমূল পন্থী জিটিএ চেয়ারম্যান অনীত থাপারও সমর্থন জানান। মমতা বলেন, “পাহাড়ে আমি চাই অনীত থাপা এগিয়ে চলুক, তৃণমূলের সঙ্গে তাদের জোট থাকবে।” এছাড়াও, তিনি পাহাড়ে শান্তি বজায় রাখার গুরুত্বও উল্লেখ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি তৃণমূলের দার্জিলিং আসনে পরাজয়ের পর তাঁর প্রথম পাহাড় সফর। তাঁর সফরের উদ্দেশ্য ছিল পাহাড়বাসীকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং শান্তি বজায় রাখা। শুক্রবার কলকাতায় ফিরে এসে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটে বীরসা মুণ্ডার ১৫০ তম জন্মতিথির অনুষ্ঠানে যোগ দেবেন।