রাজ্যের খবর

মালদা জুড়ে ছড়াল শ্রীরূপা মিত্র চৌধুরীর নিখোঁজ পোস্টার

Missing posters of Sreerupa Mitra Chowdhury across Malda

Truth Of Bengal: মালদা:- ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা  শ্রীরূপা মিত্র চৌধুরীর নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য মালদা জেলা জুড়ে। সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ। শুক্রবার  সকালে মালদা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে সন্ধান চাই পোস্টারে ছেয়ে গেল এলাকা।

যদিও পোস্টারে নিচে লেখা রয়েছে সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ। তবে সত্যি সত্যিই বিজেপির সদস্যরা এই পোস্টার দিয়েছে কিনা তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। তবে ধোঁয়াশা থাকলেও এই ঘটনায় সাধারণ শহরবাসীর একাংশের বক্তব্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তার দেখা পাওয়া যায়নি। তাই হয়তো তার দলের কর্মীরাই এই পোস্টার মেরেছেন। বিধায়িকার সন্ধান চাইছেন।

এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের সুরে সুর মিলিয়ে একই অভিযোগ করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তিনি কটাক্ষের সুরে বলেন, ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা সত্যি সত্যিই নিখোঁজ ছিলেন। লোকসভা ভোটের কয়েকটা দিন বাদ দিয়ে গত চার বছরে তার দেখা মেলেনি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি দলের নেতাকর্মীরাও তাকে কাছে পাননি। সেই কারণেই বিজেপি দলের কর্মীরা এই পোস্টার দিয়েছেন। যা বিজেপির অন্তর্কলহ বলেই মনে করছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles