মালদার বিজেপি বিধায়কের বিরদ্ধে নিখোঁজ পোস্টার ছড়াল সোশ্যাল মিডিয়ায়
Missing poster against Malda BJP MLA goes viral on social media

Truth Of Bengal: এবারে সোশ্যাল মিডিয়ায় ইংরেজবাজারের বিজেপি বিধায়ক নিখোঁজ থাকার পোস্টারকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইংরেজবাজার শহর জুড়ে বিজেপি বিধায়কের নিখোঁজ থাকার পোস্টার পড়েছিল।
তারপর কেটে গিয়েছে একটা বছর। এবারে সোশ্যাল মিডিয়ায় ইংরেজবাজারের বিজেপি বিধায়কের ছবি দিয়ে নিখোঁজের পোস্ট করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক শুভ্রাংশু দাস ও যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অভিষেক দাস।
তাদের ফেসবুক পেজে বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমন পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর সেটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক সমালোচনার ঝড় উঠেছে।
গত বছর এপ্রিল মাসের লোকসভার নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থী নিখোঁজ বলে শহর জুড়ে পোস্টার পড়েছিল। তখনও বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে নানান বিতর্ক দানা বাঁধে । যদিও লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে এক লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয় বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। তারপর থেকে বিজেপি বিধায়কের কোনও দেখা পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। এবারে বিধানসভা নির্বাচনের আগে ঘর সাজাতেই নাকি আবারও তৎপর হয়েছে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী । কিন্তু বছরের অধিকাংশ সময় বিজেপি বিধায়ককে দেখা যায় না বলেও বিভিন্ন মহলে অভিযোগ উঠেছিল ।তবে এবারে সোশ্যাল মিডিয়ায় সরাসরি বিজেপি বিধায়ককে বিদ্রুপ করে পোস্ট করার অভিযোগ উঠেছে।