১০ মার্চ ব্রিগেড সমাবেশ তৃণমূলের, লোকসভার আগে ‘জনগর্জন’
March 10 brigade rally of Trinamool

The Truth Of Bengal : ১০ মার্চ ব্রিগেড ময়দানে সমাবেশের ডাক দিল তৃণমূল। ২০১১ সালে রাজ্যে ক্ষমতা দখলের পরে ২১ জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করেছিল তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের নেতাদের নিয়ে ব্রিগেড করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আগামী ১০ মার্চ রবিবার ব্রিগেড চলোর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রিগেড ময়দান থেকে ‘জনগর্জন সভা’ করার ডাক দেওয়া হয়েছে। সভার কথা ঘোষণা করা হয়েছে দলের সর্বভারতীয় সধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে। পোস্টারে আছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।
লোকসভা ভোটের আগে বাংলার শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লি, কলকাতায় একাধিক ধরনার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’ ডাকা হল দলের তরফে। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে ভরিয়ে দেওয়ার জন্য এখন থেকে ময়দানে নেমে পড়েছেন শাসক দলের নেতা কর্মীরা।
হাতে আর বেশি সময় নেই। এখান থেকেই আসরে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনের আগে চলছে ঘর গুছিয়ে নেওয়ার পালা। ১০ মার্চ ব্রিগেড সমাবেশ থেকে ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন মমতা-অভিষেক। ২৫ ফেব্রুয়ারি সমাবেশের দিন ঘোষণা হল। সমাবেশের দিন নির্ধারণ হল ১০ মার্চ। এত অল্প সময়ে ব্রিগেড সভা ভরাট করা খুব কঠিন কাজ। তার জন্য অনেক আগে থেকে জেলায় জেলায় মাঠে নেমে পড়তে হয়। সেই হিসেবে তৃণমূলের হাতে আছে খুব অল্প সময়। তবে এই অল্প সময়ে ব্রিগেড আয়োজন করা খুব একটা কঠিন হবে না তৃণমূলের পক্ষে। গোটা রাজ্যে এখন তৃণমূলের যে সংগঠন আছে তাতে এত অল্প সময়ে তাদেরপখে ব্রিগেড আয়োজন করা খুব একটা কঠিন কাজ নয়। দলের সুপ্রিমোর আহ্বানে একদিনের মধ্যে জেলা উজিয়ে শহরে আসতে পারেন হাজার হাজার কর্মী-সমর্থক। সেই কর্মী-সমর্থকদের নিয়ে ব্রিগেডে আগামী ১০ মার্চ ‘জনগর্জন সভা’ করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
FREE ACCESS