রাজ্যের খবর
Trending

রেশন দোকানে বৈদ্যুতিন যন্ত্র বসানো বাধ্যতামূলক, গণবন্টনকে আরও স্বচ্ছ-শক্তিশালী করতে বদ্ধপরিকর রাজ্য সরকার

Mandatory installation of electronic devices in ration shops, the state government is determined to make public distribution more transparent

The Truth Of Bengal: কারচুপি আটকাতে খাদ্য দফতর  একুশ হাজার রেশন দোকানে বৈদ্যুতিন ওজন যন্ত্র বসানোর কাজ শুরু করেছে। ফ্রেবুয়ারিতেই সেই কাজ সম্পূর্ণ করা হবে।একইসঙ্গে বৈদ্যুতিন ওজন যন্ত্র রেশন দোকানে থাকা ই-পস যন্ত্রের সঙ্গে যুক্ত করা হবে।রেশনিং ব্যবস্থা স্বচ্ছও গ্রাহক স্বার্থবাহী করতে এই কর্মোদ্যম বলে নবান্নের তরফে জানা গেছে।একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র গণবন্টনে অর্থবন্টন না করলেও রাজ্য সাধ্যমতো রেশনিং ব্যবস্থা শক্তিশালী করবে।

কেন্দ্রীয় সরকার রেশনিং ব্যবস্থাকে শক্তিশালী না করলেও রাজ্য প্রয়োজনমতো গণবন্টনকে সুদৃঢ় করতে নব পরিকল্পনা নিচ্ছে।মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশনে চাল-গম দেওয়ার প্রকল্পকে শক্তিশালী করার কথা জানান।রাজ্যকে কেন্দ্র সাহায্য না করলেও  সীমিত সামর্থ্যে প্রশাসন গ্রাহকসমাজকে স্বস্তি দেবে বলে আশ্বস্ত করেছেন প্রশাসনিক প্রধান।কোভিডকালে কেন্দ্র বা বিজেপি শাসিত রাজ্যগুলো রেশনিং ব্যবস্থা নিয়ে অবহেলা করলেও রাজ্য রেশনিং সিস্টেমকে অব্যাহত রাখে বলে দাবি প্রশাসনের কর্তাদের।আগামীদিনে ধারাবাহিকভাবে রেশনে খাদ্যসামগ্রী বন্টনের কাজ জোরদার করা হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন তাঁরা।

  • রেশন বাবদ কেন্দ্র রাজ্যকে দিচ্ছে না ৭হাজার কোটি টাকা
  • তবুও ৯কোটি ২০লক্ষ গ্রাহককে চাল-গম দেবে রাজ্য সরকার
  • ২১হাজার রেশন দোকানে বৈদ্যুতিন যন্ত্র বসানো আবশ্যিক
  • ফেব্রুয়ারি মাসেই কার্যকর হবে রাজ্যের এই নির্দেশিকা
  • গ্রাহকরা কত সামগ্রী তুলছে তা মেশিনে স্পষ্ট হয়ে যাবে
  • কারচুপির চেষ্টা পুরোপুরি রোধ করতে চায় প্রশাসন

নতুন ডিলারদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ডিলার-পিছু গ্রাহক সংখ্যা ৩০০০-এর মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্য দফতর। এদিকে চোখের রেটিনা স্ক্যান করে রেশন গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার প্রক্রিয়া ১ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে প্রতি জেলার পাঁচটি করে রেশন দোকানে চালু করা হয়েছে। খাদ্য দফতর ডিলারদের এই কাজের প্রশিক্ষণ দিচ্ছে বলে জানা গেছে।

Free Access

Related Articles